খুলনায় আর্দ্র বায়ু ও ঘূর্ণিঝড়ের প্রভাবে টানা বৃষ্টি

২ সপ্তাহ আগে
দক্ষিণ-পশ্চিম দিক থেকে আসা আর্দ্র বায়ু এবং বঙ্গোপসাগরে সৃষ্ট আবহাওয়াজনিত প্রভাবের কারণে খুলনায় শনিবার (১ নভেম্বর) বিকেল থেকে টানা বৃষ্টি শুরু হয়েছে।

দুপুরে স্বল্প সময়ের বৃষ্টির পর, বিকেল সাড়ে ৫টার পর বজ্রসহ ভারী বৃষ্টির ঝড়ে নগরবাসীর চরম দুর্ভোগ শুরু হয়। রাত পর্যন্ত এই বৃষ্টিপাত অব্যাহত থাকার আশঙ্কা করা হচ্ছে, বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।


শহরের বিভিন্ন এলাকায় বৃষ্টির কারণে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা ও যানজট। বিশেষ করে শিববাড়ি মোড়, নিউমার্কেট, সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড, রূপসা ঘাট, গল্লামারী এবং মজিদসার্কেল এলাকায় রাস্তায় পানি জমে গেছে, যা অফিসফেরত মানুষ, শিক্ষার্থী ও রিকশা–ইজিবাইক চালকদের জন্য ব্যাপক সমস্যা সৃষ্টি করেছে।


স্থানীয় বাসিন্দা কামরুল ইসলাম বলেন, 'বৃষ্টি শুরু হতেই রাস্তায় পানি জমে যায়। কয়েক মিনিটের মধ্যেই রিকশা চালানো বন্ধ করতে হয়, দোকানেও পানি ঢুকে যায়।'


খুলনা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মিজানুর রহমান জানান, কয়েকদিন আগে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোন্থা’র প্রভাবে দক্ষিণাঞ্চলের আবহাওয়ায় আর্দ্রতা বেড়ে গেছে। এর ফলশ্রুতিতে খুলনাসহ উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এছাড়াও, সাগরে নতুন করে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা আগামী কিছু দিন বৃষ্টিপাতের মাত্রা বাড়াতে পারে। এ কারণে আগামীকাল রবিবারও খুলনা অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।


আরও পড়ুন: রাতভর বৃষ্টিতে শিবগঞ্জে ভেঙে পড়েছে কালভার্টটি, ভোগান্তি


মিজানুর রহমান আরও বলেন, 'এ মৌসুমে এমন বৃষ্টিপাত স্বাভাবিক হলেও দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে নগরবাসীকে সাময়িক ভোগান্তি পোহাতে হচ্ছে।'


বৃষ্টির কারণে নগরীর কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। তবে, দিনের তাপমাত্রা কমে যাওয়ায় অনেকেই টানা বৃষ্টিকে স্বস্তির বৃষ্টি বলে আখ্যা দিয়েছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন