খুলনায় আইনশৃঙ্খলা কমিটির সভা: ঈদে নিরাপত্তা জোরদারের নির্দেশ

৩ সপ্তাহ আগে
আসন্ন কোরবানির ঈদকে কেন্দ্র করে খুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৪ জুন) খুলনার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির জুন মাসের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।


খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) মো. হুমায়ুন কবির জানান, ইতোমধ্যে দুইটি পৃথক অভিযানে মোট ৬ লাখ ৭৫ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়েছে। পশুর হাটগুলোয় জালনোট শনাক্তে বিশেষ ব্যবস্থা থাকবে এবং নগরীতে ছিনতাই রোধে কড়া নজরদারি চালানো হবে। সভায় জেলা প্রশাসক স্পষ্ট জানান, অনুমোদিত পশুর হাটের বাইরে নতুন করে কোনো হাট বসতে দেওয়া হবে না। 


তিনি বলেন, ‘হাটের সংখ্যা বেশি হলে ক্রেতা-বিক্রেতা উভয়েই বিভ্রান্ত হন এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।’

আরও পড়ুন: খুলনায় মিছিল করতে গিয়ে আ. লীগের ১৩ নেতাকর্মী আটক

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপংকর দাশ জানান, খুলনা জেলায় মে মাসে ১৪৯টি এবং মহানগরে ১৭৫টি মামলা রুজু হয়েছে। জেলার ক্ষেত্রে এ সংখ্যা এপ্রিলের তুলনায় কিছুটা কম হলেও মহানগরে তা বেড়েছে।
সভায় পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন জানান, খুলনার জিরোপয়েন্ট থেকে ডুমুরিয়া সড়কের কিছু অংশ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ঈদের সময়ে এই সড়কে দুর্ঘটনা এড়াতে বাড়তি সতর্কতা নিতে হবে। পাশাপাশি পশুর হাট ও নগরীতে বড় অঙ্কের অর্থ পরিবহনেও পুলিশি প্রহরার ব্যবস্থা নিতে হবে। 


তিনি আরও বলেন, ‘খুলনায় মব সংস্কৃতি যেন মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে হবে।’


এদিকে ২৫০ শয্যার খুলনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রফিকুল ইসলাম গাজী সভায় জানান, ডেঙ্গু ও করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীর জন্য ২০টি শয্যা প্রস্তুত রাখা হয়েছে।

আরও পড়ুন: খুলনায় জাতীয় নাগরিক পার্টির সমন্বয় কমিটি গঠন

সভায় ময়ূর নদের উপর গল্লামারী সেতুর নির্মাণকাজ দ্রুত শেষ করা, সোনাডাঙ্গা বাইপাস সড়কের সংস্কার দ্রুত সম্পন্ন করা, সুন্দরবনকেন্দ্রিক দস্যুতা দমন ও ঈদ ঘিরে নিরাপত্তা পরিকল্পনাসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি ও কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

]]>
সম্পূর্ণ পড়ুন