খুলনায় অস্ত্র ও গুলিসহ চার মামলার আসামি গ্রেফতার

৩ সপ্তাহ আগে
খুলনায় অস্ত্র ও গুলিসহ চার মামলার আসামি তানভীর ইসলাম নিলয়কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে নগরীর খুলনা থানাধীন রূপসা স্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

নিলয় ওই এলাকার বাসিন্দা মনির হোসেনের ছেলে। সে দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিল এবং খুলনার শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’র ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। পুলিশ জানিয়েছে, নিলয়ের বিরুদ্ধে অন্তত চারটি মামলা চলমান রয়েছে এবং সে পুলিশের তালিকাভুক্ত আসামি।


খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, দুপুরে ইউনুস নামের এক যুবককে চাঁদার দাবিতে রূপসা স্ট্যান্ড এলাকায় ডেকে নিয়ে মারধর করছিল নিলয় ও তার সহযোগীরা। এ সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে ভিকটিম ইউনুসকে উদ্ধার করে এবং নিলয়কে হাতেনাতে আটক করে।

আরও পড়ুন: ১০৩ কেজি মাংসসহ আটক হরিণ শিকারি

পরে নিলয়ের দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে একটি সুটার গান এবং একটি গুলি উদ্ধার করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত নিলয়ের বিরুদ্ধে নতুন মামলার প্রস্তুতি চলছে।


স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নিলয়সহ কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী এলাকায় ত্রাস সৃষ্টি করছিল। চাঁদাবাজি, মারধরসহ নানা অপরাধে জড়িত থাকার কারণে সাধারণ মানুষ ভয়ে মুখ খুলতে পারছিল না। নিলয়ের গ্রেফতার হওয়ায় তারা কিছুটা হলেও স্বস্তি পাচ্ছেন বলে জানান স্থানীয়রা।

]]>
সম্পূর্ণ পড়ুন