শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে জিরোপয়েন্ট সংলগ্ন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় খুলনা আঞ্চলিক কেন্দ্রের সামনের সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিনের অধ্যাপক ও মহানগর নিসচার উপদেষ্টা মো. সামিউল হক। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শেখ মো. নাসির উদ্দিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না। প্রধান বক্তা ছিলেন খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার।
এ সময় আরও বক্তব্য দেন সাসটিভা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ মোস্তাফিজুর রহমান, এনসিপি খুলনার আহম্মদ হামীম রাহাত, ‘আমরা বৃহত্তর খুলনাবাসী’র সরদার আবু তাহের, সাংবাদিক মোস্তফা কামালসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা।
আরও পড়ুন: খুবিতে চাকরি মেলায় হাজির ৩০টিরও বেশি কোম্পানি
বক্তারা বলেন, খুলনা-সাতক্ষীরা মহাসড়ক এখন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জন্য অভিশাপে পরিণত হয়েছে। প্রতিদিন হাজারো মানুষ ও যানবাহন ভয়াবহ ঝুঁকি নিয়ে চলাচল করছে। মাত্র পাঁচ বছর আগে ১৫০ কোটি টাকায় নির্মিত এ সড়ক এখন মরণফাঁদে পরিণত হয়েছে। নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও সড়ক ও জনপথ বিভাগের অবহেলায় আজ মহাসড়কের সর্বত্র খানাখন্দ ও গর্তে ভরে গেছে।
তারা অভিযোগ করেন, প্রভাবশালী ঠিকাদারি প্রতিষ্ঠান মোজাহার এন্টারপ্রাইজ ২০২০ সালে নির্মাণকাজ শেষ করলেও আজ জিরোপয়েন্ট থেকে চুকনগর পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার সড়ক ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। এ কারণে নিয়মিত দুর্ঘটনা ঘটছে, উল্টে যাচ্ছে যানবাহন, প্রাণহানিও ঘটছে।
বক্তারা সওজের দ্রুত কার্যকর উদ্যোগ দাবি করে বলেন, দায়সারা সংস্কার নয়, প্রয়োজন স্থায়ী সমাধান। অন্যথায় অচিরেই সড়ক ভবন ঘেরাওসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
]]>