মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে কেসিসির শহিদ আলতাফ মিলনায়তনে অনুদানের চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি কেসিসি প্রশাসক ও খুলনার বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার মণ্ডপগুলোর প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন।
কেসিসি প্রশাসক বলেন, উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের জন্য সার্বিক প্রস্তুতি নিতে হবে। প্রতিটি ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কমিটি গঠন করে পূজামণ্ডপ পরিদর্শন করবেন। নিরাপত্তার স্বার্থে মণ্ডপগুলোর প্রবেশ ও বের হওয়ার পথে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিতে হবে।
আরও পড়ুন: দুর্গাপূজা ঘিরে খুলনায় র্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা
তিনি আরও বলেন, নগরীতে প্রতিমা বিসর্জনের জন্য নির্ধারিত ঘাটগুলো পরিচ্ছন্ন রাখা এবং সেখানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করতে কেসিসির সংশ্লিষ্ট বিভাগগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শরীফ আসিফ রহমান, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, বিভিন্ন বিভাগের কর্মকর্তা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও মণ্ডপ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।