খুলনা বিভাগে ভোক্তা অধিকারের অভিযান, ১৯ প্রতিষ্ঠানকে জরিমানা

৩ দিন আগে
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও মান নিয়ন্ত্রণে খুলনা বিভাগজুড়ে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ অভিযানে ১৯ প্রতিষ্ঠানকে মোট ৯২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) খুলনার বিভিন্ন জেলা ও মহানগরে একযোগে এ অভিযান পরিচালনা করে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন অধিদফতরের ১০টি টিম।

 

চাল, ভোজ্যতেল, গ্যাস, ওষুধ, আলু, দেশি পেঁয়াজ, সবজি, মুরগি ও ডিমসহ নিত্যপণ্যের মূল্য যাচাই, মোড়কের সঠিকতা ও ক্রয়-বিক্রয়ের ভাউচার পরীক্ষা করা হয়। একইসঙ্গে ব্যবসায়ীদের সরকার নির্ধারিত দামে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়।

 

খুলনা মহানগরীর সদর থানার আপার যশোর রোড ও ডাকবাংলা এলাকায় সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিকের নেতৃত্বে পরিচালিত অভিযানে পণ্যের মোড়কে যথাযথ তথ্য না থাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় তিনটি প্রতিষ্ঠানকে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

 

একই এলাকায় সহকারী পরিচালক দিনারা জামানের নেতৃত্বে আরেক অভিযানে সাতক্ষীরা ঘোষ সুইটস ও একটি ফাস্টফুড প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

আরও পড়ুন: খুলনার প্রবেশদ্বার আটকে পুলিশ কমিশনারের পদত্যাগ দাবি

 

চুয়াডাঙ্গার দামুড়হুদার ডুগডুগি বাজারে মেসার্স মা বাবার দোয়া বেকারিকে ৬ হাজার টাকা, কুষ্টিয়ার দৌলতপুরে নাহার ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে ১২ হাজার টাকা এবং নড়াইলের লোহাগড়ার এড়েন্দা বাজারে তিনটি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

 

ঝিনাইদহের শৈলকূপার ভাটই বাজারে মূল্য তালিকা না থাকায় এবং খাদ্য উৎপাদনে অনিয়মের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা, মাগুরার আলমখালি বাজারে একটি বেকারিকে ১৫ হাজার টাকা, বাগেরহাটের ফকিরহাটে দুটি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা, সাতক্ষীরার আশাশুনির বুধহাটা বাজারে দুটি ফার্মেসিকে ৮ হাজার ৫০০ টাকা এবং যশোরের মাহিদিয়া বাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

অভিযান চলাকালে ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি না করতে সতর্ক করা হয়। পাশাপাশি মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টাঙানো এবং ভাউচার সংরক্ষণের নির্দেশনা দেয়া হয়।

 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে এবং ভবিষ্যতে নিয়ম লঙ্ঘন করলে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন