খুলনা বিভাগে নতুন ভোটার ৮ লাখ

৩ দিন আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা বিভাগে ভোটার তালিকায় এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। খুলনা জেলার ৬টি আসনসহ বিভাগের ১০ জেলার ৩৬টি সংসদীয় আসনে নতুন করে যুক্ত হয়েছেন ৭ লাখ ৮৮ হাজার ৮০১ জন ভোটার। এ বাড়তি ভোটারের কারণে বিভাগজুড়ে ভোটকেন্দ্রের সংখ্যা বেড়েছে ১৪৯টি। নির্বাচন কমিশন সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

নির্বাচন কমিশনের সবশেষ তথ্য অনুযায়ী, খুলনা জেলায় মোট ৬টি সংসদীয় আসনে ভোটার বেড়েছে ১ লাখ ১ হাজার ৪৫৩ জন। ভোটার বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে জেলায় ভোটকেন্দ্রের সংখ্যাও বাড়ছে ৪৭টি এবং ভোটকক্ষ বাড়ছে ৫৪৩টি। আসনভিত্তিক হিসাবে খুলনা-৪ আসনে নতুন ভোটার যুক্ত হওয়ার সংখ্যা সবচেয়ে বেশি ২৩ হাজার ৩০০ জন। 

 

এর পরেই রয়েছে খুলনা-৫ আসন, যেখানে ভোটার বেড়েছে ১৯ হাজার ৫৭৯ জন। খুলনা-৬ আসনে যুক্ত হয়েছেন ১৮ হাজার ১৫ জন, খুলনা-১ আসনে ১৬ হাজার ৮৩৮ জন, খুলনা-২ আসনে ১৫ হাজার ২২ জন এবং খুলনা-৩ আসনে তুলনামূলক কম, ৮ হাজার ৬৯৯ জন নতুন ভোটার যুক্ত হয়েছেন।
 

বিভাগজুড়ে নতুন ভোটারদের মধ্যে নারী ভোটারের সংখ্যা ৩ লাখ ৭৬ হাজার ৭৫৮ জন, আর পুরুষ ভোটার বেড়েছেন ৪ লাখ ১১ হাজার ৯৮৬ জন। ভোটার সংখ্যা বাড়লেও বিভাগজুড়ে মোট ভোটকক্ষের সংখ্যা কমে দাঁড়িয়েছে ২৭ হাজার ৩৭৫টিতে। নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন, কেন্দ্র সংখ্যা বাড়িয়ে ভোটার চাপ সামাল দেওয়ার চেষ্টা করা হলেও কক্ষ কমে যাওয়ায় সুষ্ঠু ব্যবস্থাপনায় বাড়তি নজর দিতে হবে।
 

আরও পড়ুন: বাগেরহাটে এনসিপির প্রধান সমন্বয়কসহ ১২ সদস্যের পদত্যাগ

খুলনা জেলার আসনভিত্তিক মোট ভোটারের হিসাবেও দেখা যাচ্ছে বড় পরিবর্তন। খুলনা-১ আসনে মোট ভোটার ৩ লাখ ৭ হাজার ১০৩ জন, খুলনা-২ আসনে ৩ লাখ ৩৫ হাজার ২৪১ জন, খুলনা-৩ আসনে ২ লাখ ৫৪ হাজার ৪০৯ জন, খুলনা-৪ আসনে ৩ লাখ ৭৮ হাজার ৪৫৩ জন, খুলনা-৫ আসনে ৪ লাখ ২ হাজার ৭৯৮ জন এবং খুলনা-৬ আসনে সর্বাধিক ৪ লাখ ২৩ হাজার ৩৩১ জন ভোটার রয়েছে। এই ছয় আসনে মোট পুরুষ ভোটার ১০ লাখ ৪৬ হাজার ৪৩২ জন, নারী ভোটার ১০ লাখ ৫৪ হাজার ৮৭৪ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ২৯ জন। পুরো জেলায় ভোটকেন্দ্রের সংখ্যা ৮৪০টি।
 

 

এদিকে নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিও এগিয়ে চলেছে দ্রুতগতিতে। ইতোমধ্যে ব্যালট বাক্সসহ নির্বাচন পরিচালনার জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সরঞ্জাম খুলনা বিভাগের ১০ জেলায় পৌঁছে গেছে।  নির্বাচন কমিশন সূত্র জানায়, মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা ও প্রশাসনিক প্রস্তুতির বিষয়েও আলাদা গুরুত্ব দেওয়া হচ্ছে। 

আরও পড়ুন: খুলনায় ডাকাতিসহ ৬ মামলার আসামি বুলু গ্রেফতার


নিবাচন কমিশন অফিসের খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদের বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। এরই মধ্যে নির্বাচনী কর্মকর্তা নিয়োগ সম্পন্ন হয়েছে, তারা কাজও শুরু করে দিয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনীসহ নির্বাচন কাজে সংশ্লিষ্ট সব কর্মকর্তাদের সাথে নিয়মিত সভা করা হচ্ছে।

]]>
সম্পূর্ণ পড়ুন