বিসিবি নির্বাচনের জন্য রাজ্জাক মনোনয়ন নিয়েছিলেন খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার একমাত্র প্রতিনিধি হিসেবে। জুলু-ও জেলা ক্রীড়া সংস্থার একমাত্র প্রতিনিধি। বুধবার (১ অক্টোবর) মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে এই দুই প্রার্থীর কেউ মনোনয়ন প্রত্যাহার না করায় দুজনই পরিচালক হতে চলেছেন।
আব্দুর রাজ্জাক রাজ ২০০৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশের জার্সিতে খেলেছেন। এই সময়ে ১৩টি টেস্টে ২৮ উইকেট, ১৫৩টি ওডিআইতে ২০৭ উইকেট এবং ৩৪টি টি-টোয়েন্টিতে সংগ্রহ করেছেন ৪৩ উইকেট।
আরও পড়ুন: নোংরামির সঙ্গে থাকতে চাই না বলেই সরে দাঁড়িয়েছি: তামিম
রাজ্জাক দীর্ঘদিন খুলনা বিভাগের হয়ে জাতীয় লিগেও খেলেছেন। ১৩৭টি প্রথম শ্রেণির ম্যাচে ৬৩৪টি উইকেট নিয়েছেন। যা প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশীদের মধ্যে সর্বোচ্চ। খেলা থেকে অবসরের পর চার বছর জাতীয় দলের নির্বাচক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। রাজ্জাক সবশেষ খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যও ছিলেন।

অন্যদিকে জুলফিকার আলী খান জুলু ১৯৮০’র দশকে খুলনা জেলা দলের ক্রিকেটার ছিলেন। খুলনা সাবেক ক্রিকেটারদের সংগঠন খুলনা এক্স ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি। একই সঙ্গে তিনি খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক।