বৃহস্পতিবার (২ অক্টোবর) পাঁচ দিনের পূজা-অর্চনার আনুষ্ঠানিকতা শেষে বিকেল থেকে খুলনা জেলখানা ঘাটে দেবী দুর্গাকে বিসর্জন দেওয়া হয়।
এসময় নদীর তীরে ভক্তদের উপস্থিতিতে দেবী দুর্গার প্রতিমা বির্সজন দেওয়া হয়। তীরজুড়ে ছিল বিষাদের সুর। গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যেই বিকেল থেকে ঢাক-ঢোল, কাঁসর-ঘণ্টার বাজনার তালে তালে বিভিন্ন মন্দির, পাড়া ও মহল্লা থেকে শোভাযাত্রা নেওয়া হয় ঘাটে। এসময় ভক্তদের চোখে মুখে ছিল শোকের ছায়া। আবারও এক বছরের অপেক্ষা শুরু বলে জানান তারা।
আরও পড়ুন: পর্যটকে ঠাসা কক্সবাজার, প্রতিমা বিসর্জনে নিরাপত্তা জোরদার
এছাড়া মহানগর ও জেলার বিভিন্ন স্থানে নদী ও পুকুরে দেবীকে বিসর্জন দেওয়া হয়। এ বছর খুলনা জেলায় মোট ৯৮০টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে মহানগরে ১২০টি এবং জেলার ৯ উপজেলায় ৮৬০টি মণ্ডপ।
বিসর্জন উপলক্ষে ঘাট এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। পুলিশ, র্যাব, নৌ-বাহিনী, সেনা বাহিনীর সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন।
]]>