খুলনা আলিয়া ছাত্রলীগের সভাপতিকে মারধর করে পুলিশে সোপর্দ

১ দিন আগে
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের খুলনা আলিয়া মাদ্রাসাসহ শাখার সভাপতি মো. রফিকুল ইসলামকে মারধরের পর পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

সোমবার (৩০ জুন) রাত ৯টার দিকে সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।


স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ৫ আগস্টের পর থেকে পলাতক ছিল ছাত্রলীগের এই সভাপতি। সন্ধ্যার পর সুন্দরবন কলেজ এলাকায়য় তাকে দেখতে পায় স্থানীয়রা। পরে তাকে আটকে মারধর করে খুলনা আলিয়া মাদ্রাসায় নিয়ে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে তাকে পুলিশের হাতে তুলে দেয়।


খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম হোসেন বলেন, আলিয়া মাদ্রাসা ছাত্রলীগের সভাপতিকে গ্রেফতার করা হয়েছে। বিক্ষুব্ধ জনতা তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।


আরও পড়ুন: চাঁদপুরে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা, ছিলেন আত্মগোপনে


খুলনা আলিয়া মাদ্রাসায় ছাত্রলীগের সভাপতি থাকা অবস্থায় শিক্ষার্থীদের উপর নির্যাতনের নানা অভিযোগ রয়েছে রফিকুল ইসলামের বিরুদ্ধে।

]]>
সম্পূর্ণ পড়ুন