খুবিতে চাকরি মেলায় হাজির ৩০টিরও বেশি কোম্পানি

৩ সপ্তাহ আগে
চাকরির সুযোগ নিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হাজির হয়েছে ৩০টিরও বেশি শীর্ষস্থানীয় কোম্পানি ও আন্তর্জাতিক সংস্থা।

বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (কুআ)-এর উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত হলো ‘কুআ জব ফেয়ার-২০২৫’। 


শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় দুই দিনব্যাপী এ মেলা, যা ঘিরে শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উচ্ছ্বাস।

 

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং শিক্ষা ও শিল্পক্ষেত্রের মধ্যে সেতুবন্ধন গড়াই এ মেলার মূল উদ্দেশ্য। 

আরও পড়ুন: মধুমতি ব্যাংকে চাকরির সুযোগ

মেলায় অংশ নিয়েছে জাতিসংঘের ইউএন ভলান্টিয়ার্স, ম্যারিকো, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, জিপিএইচ ইস্পাত, পপুলার ফার্মাসিউটিক্যালস, সুপারস্টার গ্রুপ, ব্র্যাক ব্যাংক, এসিআই, প্রাণ, আকিজ গ্রুপসহ একাধিক খ্যাতনামা প্রতিষ্ঠান। এছাড়া খুবির সাবেক শিক্ষার্থীদের প্রতিষ্ঠিত সুনামধন্য কোম্পানিগুলোও মেলায় অংশ নিয়েছে।
 

দুদিনব্যাপী এ মেলায় শিক্ষার্থীরা সিভি জমা দেওয়ার পাশাপাশি অংশ নিচ্ছেন ক্যারিয়ার সচেতনতা ও দক্ষতা উন্নয়ন সেশনে। এসব সেশনে দেশের সুপরিচিত আলোচক এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা দিকনির্দেশনা দিচ্ছেন। শিক্ষার্থীরা বলছেন, এ ধরনের আয়োজন তাদের জন্য এক বিরল সুযোগ। এতে তারা যেমন নিয়োগদাতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারছেন, তেমনি ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা নিয়েও পাচ্ছেন কার্যকর পরামর্শ।


কুআ জব ফেয়ারের সদস্যসচিব মাহামুদুল হাসান মিল্লাত বলেন, ‘প্রথমবারের মতো আমরা এই জব ফেয়ার আয়োজন করছি। এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় সব ডিসিপ্লিনের শিক্ষার্থীরা নিজেদের প্রাসঙ্গিক কোম্পানির সঙ্গে পরিচিত হতে পারবে। ইতোমধ্যে কিছু প্রতিষ্ঠান সরাসরি নিয়োগ প্রক্রিয়া চালুর ঘোষণাও দিয়েছে।’

আরও পড়ুন: বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে চাকরি দিচ্ছে স্কয়ার গ্রুপ

আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. আহসান হাবিব শিমুল বলেন, ‘জাতীয় ও আন্তর্জাতিক কোম্পানির অংশগ্রহণ শিক্ষার্থীদের জন্য একটি বড় সুযোগ। পাশাপাশি ক্যারিয়ার সেশনগুলো বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে শিক্ষার্থীদের আরও দক্ষভাবে উপস্থাপন করতে সহায়তা করবে।’


উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. নুরুন্নবী, ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. নাজমুস সাদাতসহ কুআ’র সদস্য, শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা। প্রথম আয়োজনেই খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস উপচে পড়া ভিড়ে মুখর হয়ে উঠেছে।

]]>
সম্পূর্ণ পড়ুন