বিবিসি জানায়, রাজা চার্লস সরাসরি ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং তিনিই প্রথম মার্কিন প্রেসিডেন্ট যিনি দ্বিতীয়বারের মতো রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ পেয়েছেন। ট্রাম্প দীর্ঘদিন ধরে রাজপরিবার এবং সমগ্র ব্রিটিশ সংস্কৃতির প্রতি তার শ্রদ্ধার কথা বলেছেন।
ট্রাম্প মঙ্গলবার রাতে স্ট্যানস্টেড বিমানবন্দরে পৌঁছানোর পর যুক্তরাজ্যে তার দ্বিতীয় রাষ্ট্রীয় সফর শুরু হয়। তিনি বলেন, খুব বড় একটি দিন হতে যাচ্ছে। বুধবার উইন্ডসর ক্যাসেলে তৃতীয় রাজা চার্লসের সাথে সাক্ষাতের কথা উল্লেখ করে এটি বলেন ট্রাম্প।
আরও পড়ুন:যুক্তরাজ্যের সামরিক একাডেমিতে নিষিদ্ধ হলো ইসরাইলি সেনা
সেন্ট্রাল লন্ডনের উইনফিল্ড হাউসে মার্কিন রাষ্ট্রদূতের অভ্যর্থনা জানানোর পর, ট্রাম্প প্রেস ক্যামেরার সামনে গিয়ে রাষ্ট্রদূত ওয়ারেন এ স্টিফেন্সকে ধন্যবাদ জানান।
বুধবার উইন্ডসর-এ রাজার সাথে তার সাক্ষাতের কথা উল্লেখ করে বলেন যে, ‘একটি খুব বড় দিন হতে চলেছে।’
তিনি স্কটল্যান্ডের টার্নবেরির নামও উল্লেখ করেন। বলেন যে যুক্তরাজ্যে অনেক বিশেষ স্থান রয়েছে যা তার হৃদয়কে উষ্ণ করে।
ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া লন্ডনের রিজেন্টস পার্কের উপকণ্ঠে অবস্থিত উইনফিল্ড হাউসে রাত কাটিয়েছেন।
বৃহস্পতিবার, তিনি প্রধানমন্ত্রীর বাসভবন চেকার্সে যাবেন, যেখানে তিনি কেয়ার স্টারমারের সাথে দেখা করবেন।
আরও পড়ুন:দ্য টেলিগ্রাফ / ভালোভাবে খোঁজ খবর না নিয়েই ম্যান্ডেলসনকে রাষ্ট্রদূত নিয়োগ দেন স্টারমার!
ট্রাম্পের এ্রই সফরে দুই দেশের অনেকগুলো বিনিয়োগ চুক্তি সই করার কথা রয়েছে।
]]>