সোমবার (১৭ নভেম্বর) দুপুরে নিহত জহিরের দ্বিতীয় স্ত্রী আইরিন আক্তার বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, এরই মধ্যে সদর উপজেলার পশ্চিম লতিফপুর এলাকা অভিযান চালিয়ে ছাত্রদল কর্মী কাউসারের তিন সহযোগী হুমায়ূন কবির সেলিম (৫০), আলমগীর হোসেন (৪০) ও ইমন হোসেনকে (২১) গ্রেপ্তার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। তাদের রিমান্ডের আবেদন করা হয়েছে। আটকদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে বিএনপি নেতা জহির হত্যাকাণ্ডের আধা ঘণ্টা পর ছাত্রদল কর্মী কাউসার তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ‘আউট’ লিখে ব্যাকগ্রাউন্ড মিউজিকসহ একটি ক্রিকেট খেলার ভিডিও পোস্ট করেন। ওই পোস্টকে কেন্দ্র করে এলাকায় আলোচনার সৃষ্টি হয়।
এদিকে নিহতের পরিবার তাকে এহত্যার অন্যতম দায়ী ব্যক্তি হিসেবে উল্লেখ করে খুনের মামলায় কাউসারকে ২ নম্বর আসামি করেন।
নিহত জহির চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে চন্দ্রগঞ্জের মোস্তফার দোকান এলাকায় তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। অভিযুক্ত কাউসার মানিক বাদল (ছোট কাউসার) স্থানীয় ছাত্রদলের রাজনীতিতে সক্রিয়। তিনি চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সদস্য। গত বছরের ৭ আগস্ট বিভিন্ন অভিযোগে চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সদস্য কাউসার মানিক বাদলকে (ছোট কাউসার) ছাত্রদল থেকে বহিষ্কার করে লক্ষ্মীপুর জেলা ছাত্রদল।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে বিএনপি নেতা খুনের ঘটনায় আটক ৩
গত ৩ নভেম্বর পুনরায় কাউসার মানিক বাদলের (ছোট কাউসার) বহিষ্কারাদেশ প্রত্যাহার করে জেলা ছাত্রদল। এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তিনি একটি হত্যা মামলাসহ একাধিক মামলার পলাতক আসামি।
স্থানীয় সূত্রে জানাজায়, ছাত্রদল নেতা কাউসারের সঙ্গে এলাকায় প্রভাব বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ ছিল আবুল কালাম জহিরের।
এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফয়েজুল আজীম বলেন, নিহতের স্ত্রী খুনের ঘটনায় মামলা করেছেন। ইতিমধ্যে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। রিমান্ডের আবেদন করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। কাউসারের পোস্টটি তদন্তের গুরুত্বপূর্ণ আলামত হিসেবে সংগ্রহ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই এই হত্যাকাণ্ডের পেছনের সব কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হবে বলেও জানান তিনি।

১ সপ্তাহে আগে
৪






Bengali (BD) ·
English (US) ·