উক্ত কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কবির হোসাইনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা. গোলাম হাসনাইন সোহান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির সাধারণ সম্পাদক এড. মীম সিদ্দিকুর রহমান এমরান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সৌদি পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপি সহ সভাপতি মামুনুর রশীদ চৌধুরী।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির সহ সভাপতি আমিনুল ইসলাম সাধন, যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম ফকির, যুগ্ম সম্পাদক শরিফ হোসেন খান, যুগ্ম সম্পাদক বাকের হোসেন, যুগ্ম সম্পাদক বিপ্লব হোসেন আযাদ, যুগ্ম সম্পাদক হামিদুল হক শামীম, পূর্বাঞ্চল কেন্দ্রীয় কমিটি যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন ফরাজি, পূর্বাঞ্চল কেন্দ্রীয় কমিটি শ্রমিকদলের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন মাহমুদ।
আরও পড়ুন: এপ্রিলের মাঝামাঝি দেশে ফিরতে পারেন খালেদা জিয়া
আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল পূর্বাঞ্চল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তানভীর চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আমিরুল ইসলাম, ঢাকা জেলা বিএনপির সভাপতি মনির মোল্লা, বগুড়া জেলা বিএনপির সভাপতি ফিরুজ আহমেদ, লক্ষীপুর জেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব, সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরামের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।
ইফতার ও দোয়া মাহফিলের শুরুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া পাঠ করা হয়। একইসাথে দেশ ও দলের নেতাকর্মীদের জন্য মঙ্গল কামনায় দোয়া করা হয়।
ইফতার মাহফিলের মাধ্যমে সৌদি আরবের বিএনপির নেতাকর্মীরা একে অপরের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার পাশাপাশি দলের প্রতি তাদের অবিচল সমর্থন ও আনুগত্যের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। অনুষ্ঠানে বক্তারা বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা ও দলের অগ্রযাত্রা এবং সৌদি আরবে বিএনপির সাংগঠনিক কার্যক্রম প্রসারের বিষয়ে আলোচনা করেন।
]]>