খালেদা জিয়ার জন্মদিনে সুস্থতা কামনায় বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

৪ সপ্তাহ আগে
বিএনপি চেয়ারপারসন ও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে রাজশাহীর বাঘা উপজেলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) এশার নামাজের পর বাজুবাঘা ইউনিয়নের চণ্ডিপুর বাজারে আমেরিকান প্রবাসী আমিনুল ইসলাম মিঠুর উদ্যোগে এবং স্থানীয় বিএনপির সহযোগিতায় এ আয়োজন হয়। এতে বক্তব্য দেন মিঠুর পিতা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হামিদুল ইসলাম (হায়দার মেলেটারি), ফরিদ আহমেদ ও রবিউল ইসলাম। দোয়া পরিচালনা করেন মাওলানা বেলাল হুসাইন।


এর আগে বিকেলে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের বিনোদপুর বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের রাজশাহী জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয় আরেকটি আলোচনা সভা ও দোয়া মাহফিল। সভায় সভাপতিত্ব করেন জেলা সহ-সভাপতি আশরাফুজ্জামান বিদ্যুত। এতে প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্যজীবী দলের সভাপতি নাজমুল হক বাবুল এবং বিশেষ অতিথি ছিলেন আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফিরোজ আহম্মেদ রঞ্জু, সহ-সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর আলম, সহ-সম্পাদক শহিদুল ইসলাম ও মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন রিয়েল।


বক্তারা বলেন, 'খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অবিসংবাদিত নেতৃত্ব দিয়েছেন। আমরা আশা করি, খুব শিগগিরই দেশনায়ক তারেক রহমান দেশে ফিরে আসবেন এবং দেশের হাল ধরবেন।'


আরও পড়ুন: জন্মদিনে খালেদা জিয়াকে ফুলেল শুভেচ্ছা জানালেন ড. ইউনূস


বেগম খালেদা জিয়ার জন্ম ১৯৪৫ সালের ১৫ আগস্ট, দিনাজপুর জেলার পীরগঞ্জ উপজেলায়। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী। ১৯৮১ সালে বিএনপির নেতৃত্বে আসেন এবং ১৯৯১ সালে তিনি দেশের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।


তিনি তিনবার প্রধানমন্ত্রী ছিলেন। তার নেতৃত্বে বাংলাদেশ অনেকগুলো অর্থনৈতিক ও সামাজিক সূচকে অগ্রগতি অর্জন করে। বর্তমানে তিনি দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন এবং চিকিৎসাধীন আছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন