নিহতরা হলেন- ভালুকা উপজেলার মামারিশপুর এলাকার উজ্জলের ছেলে আব্দুল আব্দুল মুমিন (১৮) ও মুক্তাগাছা উপজেলার বনবাংলা বাজার এলাকার আব্দুল মোতালেবের ছেলে মাহেদী হাসান (১৯)। দুজনেই মাদরাসাতু রওজাতুস সুন্নাহ আল আরাবিয়া মাদ্রাসার মিজান বিভাগের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাদরাসাতু রওজাতুস সুন্নাহ আল আরাবিয়া মাদ্রাসার সামনে খালে বৈদ্যুতিক মোটরের সাহায্যে পানি সেচে মাছ ধরতে যান কয়েকজন শিক্ষার্থী। একপর্যায়ে অসাবধানতাবশত মাহেদী ও মুমিন বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে সহপাঠীরা ও স্থানীয় লোকজন খোঁজ পেয়ে দ্রুত তাদেরকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন: ফুফুর বাড়ি থেকে আসার পথে নিখোঁজ, ২ দিন পর শিশুর মরদেহ উদ্ধার
ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।