খাল ও নালা সংস্কারে ৪০০ কোটি টাকা চায় চসিক

১ সপ্তাহে আগে
জলাবদ্ধতা নিরসনে খাল ও নালা খননে যন্ত্রপাতি সরঞ্জাম কিনতে সরকারের কাছ থেকে ৪০০ কোটি টাকা চেয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম নগরীর রেডিসন ব্লুতে ইউনিলিভার বাংলাদেশ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং ইপসা প্লাস্টিক ও পলিথিন বর্জ্য  সংগ্রহে অংশীদারত্বমূলক যৌথ সেমিনার তিনি এ কথা জানান।


মেয়র শাহাদাত হোসেন বলেন, ৫৭টি খাল ও ১ হাজার ৬০০ কিলোমিটার ড্রেন সংস্কারে  প্রয়োজন ৪০০ কোটি টাকা। আমরা টাকা দাবি করছি নগরীর জলাবদ্ধতা নিরসনে, আগামী বর্ষায় জনগণের ভোগান্তি কমাতে। আধুনিক যন্ত্রপাতি কিনতে হবে। এ যন্ত্রপাতিগুলো অনেক দামি। যেগুলো জার্মানিসহ নানা দেশে ব্যবহার হয়।


এ সময় জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম নগরীর ১০ শতাংশ প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করার কথা জানান তিন সংস্থা। মেয়র বলেন, ২০২২ সালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটের এক গবেষণা বলছে নগরীতে প্রতিদিন প্লাস্টিক ও পলিথিন বর্জ্য উৎপাদিত হয় ২৫০ মেট্রিক টন। সিটি করপোরেশন অধিকাংশ বর্জ্য সংগ্র করলেও বাকিগুলো নর্দমায় গিয়ে পড়ে। ফলে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। নষ্ট হয় জীববৈচিত্র্য।


আরও পড়ুন: জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রামের খাল খনন করছে জামায়াত, স্বাগত জানালেন মেয়র


এমন বাস্তবতায় ইউনিলিভার বাংলাদেশ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং ইপসা  প্লাস্টিক  ও পলিথিন বর্জ্য  সংগ্রহে  অংশীদারত্বমূলক যৌথ সেমিনার আয়োজন করে। মঙ্গলবার দুপুরে নগরীর রেডিসন ব্লুতে সেমিনারে জানানো হয়  আগামীতে নগরীর ১০ শতাংশ বর্জ্য সংগ্রহ করবে তিন সংস্থা।

]]>
সম্পূর্ণ পড়ুন