খারাপ পারফরম্যান্সে ক্রিকেটারদের বেতন কাটবে ভারত!

৩ সপ্তাহ আগে
এবার বিরাট-রোহিতদের বেতন কাঠামোতে বড়সড় পরিবর্তন আনতে যাচ্ছে বিসিসিআই। দেশটির গণমাধ্যমের খবর, ক্রিকেটারদের 'ভ্যারিয়েবল পে' সিস্টেম চালুর ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় বোর্ড। এর ফলে খারাপ পারফরম্যান্সের জন্য কাটা যাবে ক্রিকেটারদের বেতন। দলে শৃঙ্খলা ফেরাতে, বিধিনিষেধ আসছে বিদেশ সফরে স্ত্রীকে সঙ্গে নেয়ার ব্যাপারেও। টেস্টে পন্ত-গিলদের আরও আগ্রহী করতে, বাড়ছে সাদা পোশাকের ক্রিকেটারদের ইনসেনটিভ।

এক বর্ডার-গাভাস্কার ট্রফিতেই যেন টালমাটাল ভারতীয় ক্রিকেট। এক দশক পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ হারের ক্ষতই নয়, প্রশ্ন উঠেছে ক্রিকেটারদের নিবেদন নিয়েও। বড়সড় পরিবর্তন আসতে যাচ্ছে ক্রিকেটারদের বেতন কাঠামো আর নানা ইস্যুতে। যার শুরুটা হচ্ছে বেতন দিয়ে।

 

বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) দীর্ঘদিন ধরেই ক্রিকেটারদের আর্থিক সুবিধা দিয়ে আসছে। তবে এবার পারফরম্যান্সের ভিত্তিতে বেতন নির্ধারণ করার পরিকল্পনা তাদের। যার বাইরে থাকবেন না রোহিত-বিরাট-জাদেজার মতো সিনিয়র ক্রিকেটারাও। খারাপ পারফরম্যান্সে, বেতনে কোপ পড়তে পারে তাদের-ও।

 

আরও পড়ুন: ডিসেম্বর মাসের সেরা বুমরাহ

 

ভারতের গণমাধ্যমের দাবি অস্ট্রেলিয়া সিরিজ শেষে অধিনায়ক, কোচ আর প্রধান নির্বাচক অজিত আগরকারের সঙ্গে জরুরি এক সভায় বসেছিল বিসিসিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বোর্ড চাইছে কর্পোরেট সংস্থার মতো ভ্যারিয়েবল পে পদ্ধতি চালু করতে। এতে পারফরম্যান্স ভালো না হলে বেতনের নির্দিষ্ট অংশ কাটা যাবে। অন্যদিকে, ভালো পারফরম্যান্স করলে দেয়া হবে বাড়তি বোনাস। বিসিসিআই কর্তাদের বিশ্বাস এতে ক্রিকেটারেরা আরও বেশি দায়িত্ব নিয়ে খেলবেন।

 

বৈঠকে ক্রিকেটারদের টেস্ট খেলার প্রতি অনীহা নিয়েও আলোচনা হয়েছে। যে কারণে বাড়তে পারে আভিজাত্যের ফরম্যাটের ক্রিকেটারদের ইনসেনটিভ। ২০২২-২৩ সালের নিয়মানুসারে ৫০ শতাংশের বেশি টেস্ট খেলেন, তাদের ৩০ লাখ রুপি অতিরিক্ত দেয়া হতো। এর ফলে প্রতি ম্যাচের জন্য ৪৫ লাখের পরিবর্তে ৭৫ লাখ রুপি দেয়া হয়। এবার বাড়তে পারে সেই সংখ্যা।

 

বিধিনিষেধ আসতে যাচ্ছে বিদেশ সফরে স্ত্রীকে সঙ্গে নেয়ার ব্যাপারেও। কোন ক্রিকেটারের স্ত্রী বিদেশ গেলেও একটা নির্দিষ্ট সময়ের বেশি থাকতে পারবেন না দলের সঙ্গে। দলের নিয়ম শৃঙ্খলা রাখতেই এমন সিদ্ধান্ত বিসিসিআইয়ের।

 

আরও পড়ুন: কপিলকে গুলি করতে তার বাড়ি গিয়েছিলেন যুবরাজের বাবা!

 

বিসিসিআইয়ের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যের দাবি, বোর্ডের পরবর্তী সভাতেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে এই সিদ্ধান্ত নিয়ে। সেখানে নির্ধারণ হতে পারে টেস্টে অধিনায়ক হিসেবে রোহিতের ভাগ্যও। 

]]>
সম্পূর্ণ পড়ুন