বৃহস্পতিবার (২৬ জুন) ভোররাতে শান্তিপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নারী ও শিশুসহ ৯ জনকে বাংলাদেশে পুশইন করে।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম জানান, পুশইন করা ৯ জনের মধ্যে নারী ও শিশু রয়েছে। পুশইনের শিকার মানুষদের বর্তমানে বেলছড়ি উচ্চ বিদ্যালয়ে রাখা হয়েছে। তাদের পরিচয় যাচাই-বাছাই শেষে সিদ্ধান্ত নেয়া হবে। তারা বিজিবির তত্ত্বাবধানে রয়েছেন।
আরও পড়ুন: মৌলভীবাজারে ২৫ জনকে পুশইন করেছে বিএসএফ
এছাড়া পানছড়ি সীমান্ত দিয়ে আরও ৬ জনকে পুশইন করা হয়েছে বলে নিশ্চিত করেছে বিজিবি সূত্র।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে এখন পর্যন্ত মোট ১৬০ জনকে পুশইন করেছে ভারতীয় সিমান্তরক্ষী বাহিনী।