রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্ল্যাহর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার ড. ফরহাদ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জোবায়দা আক্তার, কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাবেক সদস্য ও রাজবন বিহারের সহ-সভাপতি নিরূপা দেওয়ান, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জাহাঙ্গীর, প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক প্রমূখ।
আলোচনা সভায় শেষে জানানো হয়, খাগড়াছড়িতে সহিংস ঘটনার প্রেক্ষিতে রাঙ্গামাটিবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এনিয়ে আইন শৃংঙ্খলা বাহিনী অতিরিক্ত সতর্ক অবস্থানে রয়েছে। গুজব ছড়িয়ে সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, রাঙ্গামাটি জেলার সাম্প্রদায়িক সম্প্রীতি বরাবরই ভালো। কিন্তু গুটিকয়েক দুষ্টু প্রকৃতির লোক পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চেষ্টা চালায়, এই কুচক্রীমহলে বিরুদ্ধে সকলকে সজাগ থাকতে হবে।
আরও পড়ুন: খাগড়াছড়িতে স্কুলছাত্রীকে অজ্ঞান করে গণধর্ষণ, বিচারের দাবিতে আধাবেলা সড়ক অবরোধ
তিনি আরও জানান, রোববার থেকে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব শুরু হচ্ছে। এই দুর্গোৎসবে রাঙ্গামাটির ৪৫ টি পূজা মন্ডপে প্রশাসনের সর্বাত্মক নজরদারি রয়েছে। এছাড়া আগামী ৬ তারিখ প্রবারণা উৎসবকে ঘিরে জেলার বিভিন্ন বিহারে প্রবারণা উৎসব অনুষ্ঠিত হবে। রয়েছে কঠিন চীবর দান। তাই গুজব পরিহার করতে হবে।
রাঙ্গামাটি পুলিশ সুপার ড. ফরহাদ হোসেন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রটিয়ে একটি মহল পাহাড়কে অশান্ত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রতিটি সামাজিক যোগাযোগ মাধ্যমের আইডি আমাদের নজরদারিতে রয়েছে। রাঙামাটিতে গুজব সৃষ্টিকারী যেই হোক তার বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান রয়েছে। তাই যারা এই কাজ গুলো করার চিন্তা করছেন তাদেরকে সাবধান হওয়ার জন্য আহ্বান জানান তিনি।
পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার জেলার বিভিন্ন স্পটে বিভিন্ন পেশাজীবি মহলের সাথে সভা করেছেন।
উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় প্রাইভেট পড়া শেষে ফেরার পথে অষ্টম শ্রেণির এক মারমা কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা অজ্ঞাত তিনজনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করেন। এ ঘটনার পর দিন ২৪ সেপ্টেম্বর সকালে সেনাবাহিনীর সহায়তায় সন্দেহভাজন যুবক শয়ন শীলকে আটক করে পুলিশ। বর্তমানে তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে।
আরও পড়ুন: খাগড়াছড়িতে যুবকের কবজি বিচ্ছিন্ন করল দুর্বৃত্তরা
মারমা কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ‘জুম্ম ছাত্র জনতার’ ব্যানারে চলছে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি। জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ও জনগণের জান ও মালের ক্ষতি সাধনের আশঙ্কায় গুইমারা উপজেলায় ১৪৪ ধারা অব্যাহত রয়েছে।
এ ঘটনায় রোববার (২৮ সেপ্টেম্বর) বেলা ১টায় খাগড়াছড়ির গুইমারা উপজেলার রামেসু বাজারে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর অবরোধকারীদের হামলায় সেনাবাহিনীর সদস্যসহ ২৫ জন আহত হয়েছেন। উত্তেজিত জনতা বেশ কিছু দোকানপাট বাড়িঘর ভাঙচুর ও পুড়িয়ে দেয়। এলাকায় বিরাজ করছে থমথমে পরিস্থিতি।
]]>