আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ভোরে পানছড়ি উপজেলার জগাপাড়া গ্রামে ইউপিডিএফ প্রসীত গ্রুপের সক্রিয় সদস্য মানেক চাকমার বাড়িতে বিশেষ অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় সেনা সদস্যদের সঙ্গে ইউপিডিএফ প্রসীত গ্রুপের সশস্ত্র সদস্যদের গোলাগুলি হয়।
আরও পড়ুন: মহেশখালীতে অপরাধীদের ৫ আস্তানা ধ্বংস, অস্ত্র ও গুলি উদ্ধার
পরে সেনা সদস্যদের প্রতিরোধের মুখে টিকতে না পেরে ইউপিডিএফের ১০/১৫ সদস্যের সশস্ত্র গ্রুপটি গভীর জঙ্গলে পালিয়ে যায়। পরে সেখান থেকে একটি রাশিয়ান পিস্তল, দুটি ম্যাগাজিন, রাইফেলের ২০০টি গুলি, একটি ওয়াকিটকি সেট, ইউনিফর্মসহ আনুষঙ্গিক সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ইউপিডিএফ (মূল) দলের সামরিক শাখার ভুবন ত্রিপুরা, সুমেন চাকমা, তীব্র চাকমা, অর্কিড চাকমা, শংকর চাকমা, অঙ্গ মারমাসহ সন্ত্রাসীদের বিরুদ্ধে পানছড়ি থানায় মামলা দায়ের করেছে।