রোববার (৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার খাগড়াবিল বাজারে অস্ত্র নিয়ে চাঁদাবাজি করার চেষ্টা করছিলেন ওই ইউপিডিএফ সদস্য। এ সময় স্থানীয় জনগণ তাকে ধরে ফেলে। আটক হওয়ার পর উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেন।
পরে খবর পেয়ে সিন্দুকছড়ি জোন থেকে একদল সেনাসদস্য দ্রুত ঘটনাস্থলে যান। তারা আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে রামগড় থানায় নিয়ে যান। পরে পুলিশ তাকে প্রাথমিক চিকিৎসার জন্য রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
আটক ইউপিডিএফ সদস্য দূর্গা চাকমাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দূর্গা চাকমা স্থানীয় ইউপিডিএফ নেতা জিয়ন চাকমার অধীনে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যকলাপ ও চাঁদাবাজি করে আসছেন।
আরও পড়ুন: চোর সন্দেহে যুবদল নেতাকে ধাওয়া, গণপিটুনিতে ভেঙ্গে গেল পা!
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, আটক দূর্গা চাকমা দীর্ঘদিন ধরে খাগড়াবিল বাজারে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কাজ করে আসছিলেন। তাকে আটকের ফলে জনমনে স্বস্তি ফিরে আসবে বলে এলাকাবাসী আশাবাদ ব্যক্ত করেছেন।
বর্তমানে তার বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজির অভিযোগে আইনি কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে রামগড় থানার ওসি মো. মইন উদ্দিন।

২ সপ্তাহ আগে
৩






Bengali (BD) ·
English (US) ·