হাজতিরা হলেন: শফিকুল ইসলাম (২৪), অন্যজন রাজীব হোসেন (২০)। শফিকুল ইসলাম জেলা সদরের ইসলামপুর এলাকার বাসিন্দা। দুজনেই সদর থানার মামলার আসামি। শফিকুল ইসলাম চুরির মামলা এবং রাজিব হোসেন দাঙ্গাহাঙ্গামা মামলার আসামি।
জানা গেছে, কারাগারের ভিতরের একটি পাশের অংশে দায়িত্বে থাকা প্রহরীদের চোখ ফাঁকি দিয়ে দুই আসামি একসঙ্গে দেয়াল টপকে পালিয়ে যান। বিষয়টি বুঝতে পেরে পরে কারা প্রশাসন এবং পুলিশ সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান চালায়।
আরও পড়ুন: সিএমএম আদালত থেকে পালাল আসামি
বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা।
তিনি বলেন, ‘পালিয়ে যাওয়া দুই আসামির মধ্যে রাজিব হোসেন নামে একজনকে শহরের টিএনটি গেইট এলাকা থেকে পুনরায় আটক করা হয়েছে। তবে অপর আসামি শফিকুল ইসলাম এখনো পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।’
এ দিকে খাগড়াছড়ি কারাগার থেকে হাজতি পালানোর ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক।

২ সপ্তাহ আগে
৪






Bengali (BD) ·
English (US) ·