শনিবার ঘটনাটি ঘটেছে খাইবার পাখতুনখোয়ার বাজৌর জেলার কসার ক্রিকেট স্টেডিয়ামে। আইইডি বোমা বিস্ফোরণে একজন নিহতের পাশাপাশি শিশুসহ আহতের সংখ্যা অনেক। আহতদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পরে আরেকটি বিস্ফোরণের চেষ্টা করা হয় পুলিশ স্টেশনে। কিন্তু দুষ্কৃতিকারীরা সফল হতে পারেনি। পুলিশ এটাকে সন্ত্রাসী হামলা বলে ধারণা করছে। পুলিশ অফিসার ওয়াকাস রফিক বলেছেন, ‘মনে হচ্ছে এটা পরিকল্পিত আক্রমণ।’
আরও পড়ুন: ভারতে নারী বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পাকিস্তান অংশ নেবে না!
পাকিস্তানের আইনশৃঙ্খলা বাহিনী সন্ত্রাস নির্মূলের লক্ষ্য নিয়ে কয়েক সপ্তাহ আগে ‘অপারেশন সরবকফ’ নামে একটি অভিযান চালু করেছে। পুলিশ মনে করছে, সেটারই পাল্টা আঘাত হিসেবে এসব বোমা বিস্ফোরণের ঘটনা ঘটানো হচ্ছে। যদিও এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী গোষ্ঠীই ক্রিকেট মাঠে বোমা বিস্ফোরণের দায় স্বীকার করেনি।