রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকিয়েছেন বাবর আজম। পাকিস্তানি এই তারকার ১১৯ বলে ৮ চারে খেলা ১০২ রানের ইনিংসে ভর করে পাকিস্তান ৮ উইকেটের বিশাল জয়ে সিরিজ জিতে নিয়েছে।
২০২৩ এশিয়া কাপের পর এটাই বাবরের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি। ৮৩ ইনিংস এবং ৮০৭ দিনের অপেক্ষা শেষে তিনি তিন অঙ্কের রানের দেখা পেলেন। সেঞ্চুরি করে দীর্ঘ দিনের খরা কাটানোর পাশাপাশি একাধিক রেকর্ড নিজের করে নিয়েছেন বাবর।
এটি বাবরের ওয়ানডে ক্যারিয়ারের ২০তম সেঞ্চুরি। পাকিস্তানের হয়ে এই ফরম্যাটটিতে সেঞ্চুরির সংখ্যায় সাঈদ আনোয়ারকে ছুঁয়ে ফেললেন বাবর। ওয়ানডেতে তারাই এখন পাকিস্তানের জার্সিতে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক। ২০টি সেঞ্চুরি হাঁকাতে সাঈদ আনোয়ারকে খেলতে হয়েছিল ২৪৪ ইনিংস, সেখানে বাবর মাত্র ১৩৬ ইনিংসেই তাকে ছুঁয়ে ফেললেন।
আরও পড়ুন: ২৬ মাস পর বাবরের সেঞ্চুরি, দাপুটে জয়ে সিরিজ পাকিস্তানের
৩১ বছর বয়সী বাবর এদিন আরও একটি রেকর্ড গড়েছেন। পুরুষদের ওয়ানডে ইতিহাসে দ্রুততম ২০ সেঞ্চুরির তালিকায় এবি ডি ভিলিয়ার্সকে টপকে তৃতীয় স্থানে উঠে গেছেন বাবর। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়কের চেয়ে ৩৯ ইনিংস কম লেগেছে তার। এই তালিকায় বাবরের সামনে আছেন শুধু হাশিম আমলা এবং বিরাট কোহলি। আমলা ১০৮ ইনিংস ও কোহলি ১৩৩ ইনিংসে এই মাইলফলক ছুঁয়েছিলেন।
এছাড়া এটি শ্রীলঙ্কার বিপক্ষে বাবরের চতুর্থ ওয়ানডে সেঞ্চুরি। এর ফলে তিনি শ্রীলঙ্কার বিপক্ষে ইনজামাম-উল-হক এবং মোহাম্মদ হাফিজের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হলেন। পাকিস্তানের হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক এখনও সাঈদ আনোয়ার (৭ সেঞ্চুরি, ৫২ ম্যাচ)।
এই ম্যাচে বাবরের সেঞ্চুরির সুবাদে শ্রীলঙ্কার বিপক্ষে ১৩ ইনিংসে তার মোট রান দাঁড়ালো ৬৬৬। এর মাধ্যমে তিনি ইমরান খানের শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রানের দীর্ঘদিনের রেকর্ড (৬৩৬ রান) ভেঙে দিলেন।

২ দিন আগে
৫








Bengali (BD) ·
English (US) ·