যুক্তরাষ্ট্রে চলমান ক্লাব বিশ্বকাপে গোল করায় ব্রাজিলিয়ানরা বাকি সবাইকে টেক্কা দিচ্ছে। গতকাল (মঙ্গলবার) রাতে সেমিফাইনালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে চেলসি। এই ম্যাচে জোড়া গোল করে জয়ের নায়ক জোয়াও পেদ্রো।
পেদ্রোর জোড়া গোলে চলমান বিশ্বকাপে ব্রাজিলিয়ানদের গোলের সংখ্যা দাঁড়াল ৩০। গোল করায় ব্রাজিলিয়ানদের ধারেকাছে আর কোনো দেশের খেলোয়াড় নেই। টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ গোল এসেছে ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টাইনদের পা থেকে। ১৯টি গোল করেছেন লাউতারো মার্টিনেজ, ডি মারিয়ারা সবাই মিলে।
আরও পড়ুন: শৈশবের ক্লাবে ফিরছেন বিশ্বকাপজয়ী পারেদেস
বর্তমান সময়ে একের পর এক তারকা উঠে আসছে ফ্রান্সের ফুটবলে। তারকা ফরোয়ার্ডের ছড়াছড়ি ফ্রান্সে। বিশ্বকাপেও গোল করার দিক দিয়ে ব্রাজিলিয়ান ও আর্জেন্টাইনদের পরেই আছেন ফরাসিরা। মোট ১৫টি গোল করেছেন তারা।
ইংল্যান্ডের খেলোয়াড়রা সব মিলিয়ে করেছেন ১৪টি গোল। ইংল্যান্ডের ক্লাব চেলসিও প্রথম দল হিসেবে জায়গা করে নিয়েছে ফাইনালে। বিশ্বকাপে জায়গা হয়নি ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল নাসরের। তবে গোল করার দিক দিয়ে পিছিয়ে নেই পর্তুগিজরাও। জোয়াও নেভেস, ভিতিনিয়ারা করেছেন ১২ গোল। ১১ গোল করেছেন স্প্যানিশরা। আর তারপরেই গোল সংখায় জার্মানরা। মোট ১০ গোল করেছে জার্মানির খেলোয়াড়রা।
বিশ্বকাপে আর মাত্র দুটি ম্যাচ বাকি। আজ (বুধবার) রাতে দ্বিতীয় সেমিফাইনালে পিএসজির মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। আগামী রোববার (১৩ জুলাই) মেটলাইফ স্টেডিয়ামে চেলসির মুখোমুখি হবে এই ম্যাচে জয়ী দল।
]]>