এসময় সোহানের বাবা সোহেল প্রধানিয়া উপস্থিত ছিলেন। সোহান ক্রীড়া উপদেষ্টার সঙ্গে কুশল বিনিময় করেন এবং বেশ হাসিমুখে প্রাণ খুলে কথা বলেন।
সোহানের বাবা জানান, খুব আন্তরিক পরিবেশে তাদের সঙ্গে ক্রীড়া উপদেষ্টার খোলামেলা আলাপ হয়। তার ছেলেকে আদর করেন এবং একটি ফুটবল উপহার দেন।
তাছাড়া ক্ষুদে মেসি সোহানকে জাতীয় ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান-বিকেএসপিতে বিশেষ স্কলারশিপ নিয়েও আলোচনা করেন। চলে আপ্যায়ন এবং ফুটবলের সঙ্গে কিছু উপহারও।
আরও পড়ুন: ব্যাংকক থেকে নেপাল- বাংলাদেশের পতাকা হাতে দৌড়াবেন নাহিদ
এর আগে চাঁদপুরে মতলব উত্তরের সাড়ে পাঁচআনি গ্রামের শিশু সোহানের ফুটবলের নানা শৈলী নিয়ে সময় টেলিভিশন, ডিজিটাল এবং অনলাইন একাধিক সংবাদ প্রচার করে।
যা চোখ পড়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তার নির্দেশে গত জুলাই মাসে দেশের সাবেক কৃতি ফুটবলার ও বিএনপি নেতা আমিনুল ইসলাম সোহানের বাড়িতে ছুটে যান। তুলে দেন ক্রীড়া সামগ্রীসহ আর্থিক অনুদান। পরবর্তীতে গত সপ্তাহে বর্তমান সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া তার ভ্যারিফাইড ফেসবুকে ঘোষণা দেন, দেশের ক্ষুদে মেসি সোহানকে বিকেএসপিতে স্কলারশিপ দেওয়া হবে। তবে তার জন্য সোহানকে আরও একবছর অপেক্ষা করতে হবে।
আরও পড়ুন: চাঁদপুরের ক্ষুদে মেসির দায়িত্ব নিলেন তারেক রহমান
এদিকে, সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে তারও আগে সোহানকে সেখানে ভর্তি করা যায় কি না, তা নিয়েও সোহানের বাবার আবেদন বিবেচনা করা হচ্ছে। তবে সবকিছু নির্ভর করবে, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আন্তরিকতার ওপর। ক্রীড়া উপদেষ্টা শিশুটির উজ্জ্বল ভবিষ্যত এবং সমৃদ্ধি কামনা করেন।

১ সপ্তাহে আগে
৪






Bengali (BD) ·
English (US) ·