এখন থেকে প্রায় ১৯ বছর আগে অ্যাওয়ার্ড নাইট আয়োজন করেছিল বিসিবি। তবে সেই অনুষ্ঠানের ধারাবাহিকতা বজায় রাখবে পারেনি সংস্থাটি। তবে লম্বা সময় পর আবারও সেই রীতি ফেরাতে চাইছে বিসিবি। ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মতো বাংলাদেশ ক্রিকেটেও আয়োজিত হতে যাচ্ছে অ্যাওয়ার্ড অনুষ্ঠান।
বিভিন্ন ক্যাটাগরিতে সারা বছরের সেরা পারফর্মারদের পুরস্কার তুলে দেয়া হবে অ্যাওয়ার্ড নাইটে। তবে শুধু ক্রিকেটাররাই নন, পুরস্কার পাবেন ক্রিকেট সংশ্লিষ্ট সবাই। অর্থাৎ ক্রিকেটের সাংবাদিক, সংগঠক এবং কর্মীরাও থাকবেন এই পুরস্কারের আওতায়।
আরও পড়ুন: সাইমন টাওফেলের সঙ্গে ৩ বছরের চুক্তি বিসিবির
অ্যাওয়ার্ড নাইট নিয়ে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি বলেন, 'এটা আমাদের প্রোগ্রামেরই একটা অংশ। হাইপারফরম্যান্স ফর অল—এটার সঙ্গে হচ্ছে খেলোয়াড়দের মনোবল বৃদ্ধি করা বা তাদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য...। ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছেন সকলের মনোবল বৃদ্ধি করার জন্য আমরা একটা ক্রিকেট অ্যাওয়ার্ড নাইট করব এবং সেটা আমরা চালু করব। শুধু এক বছরের জন্য নয়, আমরা একটা চুক্তিতে আসব কিভাবে আমরা পুরস্কারগুলো দিব। সেটা আমরা ৪-৫ বছরের একটা পরিকল্পনা করছি।’