রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এই চুক্তিস্বাক্ষর অনুষ্ঠান বাংলাদেশে সরকারি প্রতিষ্ঠানগুলোতে আসল এবং উচ্চমানের ক্যাস্ট্রল লুব্রিক্যান্ট সরবরাহ জোরদারে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান (সচিব) মো. আমিন উল আহসান। তিনি এ অংশীদারিত্বকে স্বাগত জানিয়ে বলেন, এই চুক্তি সরকারি লুব্রিক্যান্ট বিতরণ ব্যবস্থার দক্ষতা, স্বচ্ছতা এবং সেবার মান উন্নত করবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইএলবিপিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ শহীদুল আলম। তিনি ইএলবিপিএলসি’র দীর্ঘ ঐতিহ্য তুলে ধরে প্রতিষ্ঠানটির দেশব্যাপী উন্নতমানের লুব্রিক্যান্ট বাজারজাতকরণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
আরও পড়ুন: বিশ্ববাজারে নিম্নমুখী জ্বালানি তেলের দাম, নেপথ্যে কী?
অনুষ্ঠানে রক এনার্জি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তানজীম চৌধুরী এবং প্রধান নির্বাহী কর্মকর্তা খালেদ হোসেন তাদের যৌথ লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মা অয়েল পিএলসি, যমুনা অয়েল কোম্পানি লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, ইস্টার্ন রিফাইনারি লিমিটেড, এলপি গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ এবং স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা। তারা ইএলবিপিএলসি'র বিশ্বমানের লুব্রিক্যান্ট সরবরাহ নিশ্চিত করতে ধারাবাহিক প্রতিশ্রুতির প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন যে, রক এনার্জির সঙ্গে এ অংশীদারিত্ব সরকারি ও প্রাতিষ্ঠানিক গ্রাহকদের জন্য লুব্রিক্যান্ট বিপণন ব্যবস্থাকে আরও আধুনিক, কার্যকর এবং শক্তিশালী করবে।
]]>
১ সপ্তাহে আগে
৫






Bengali (BD) ·
English (US) ·