ক্যাসিনোকাণ্ড: সেলিম প্রধানসহ নয় জন কারাগারে

৩ সপ্তাহ আগে
ক্যাসিনোকাণ্ডে আলোচিত সেলিম প্রধানসহ গ্রেফতার নয় জনকে মাদকের মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।

শনিবার (০৬ সেপ্টেম্বর) ঢাকার মহানগর হাকিম মিনহাজুর রহমান এ আদেশ দেন।

 

কারাগারে যাওয়া বাকি আসামিরা হলেন—রাকিবুল ইসলাম রাফি, সাদিকুল ইসলাম সুমন, তৌফিকুল ইসলাম, রিফাত হাসান, রবিউল হাসান, মিনহাজুর রহমান তাজবীর, মেহেদী হাসান ও সাইমুম ইসলাম।

 

ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে এদিন আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই হাবিবুর রহমান।

 

প্রসিকিউশন পুলিশের এসআই মোক্তার হোসেন বলেন, আসামিপক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন। তবে শুনানি চেয়েছেন সোমবার। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়ে সোমবার জামিন শুনানির দিন নির্ধারণ করেন।

 

আরও পড়ুন: ঝটিকা মিছিল /ঢাকায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৯ নেতাকর্মী গ্রেফতার

 

গুলশান থানা পুলিশ জানায়, এদিন ভোর ৪টায় অননুমোদিত সীসা বার পরিচালনার অভিযোগে রাজধানীর বারিধারা থেকে সেলিম প্রধানসহ নয় জনকে গ্রেফতার করা হয়। সেলিম প্রধান বারিধারায় একটি সিসা বার চালাতেন। ভোর ৪টায় সিসা সরঞ্জামসহ তাকে ধরা এবং তার বিরুদ্ধে গুলশান থানায় মাদক মামলা করা হয়।

 

এর আগে ২০১৯ সালের অক্টোবরে বিদেশে পালিয়ে যাওয়ার সময় অনলাইনে অবৈধ ক্যাসিনো ব্যবসার মূলহোতা সেলিম প্রধান গ্রেফতার হয়েছিলেন। তখন সেলিম প্রধানের দেওয়া তথ্যের ভিত্তিতে তার গুলশানের কার্যালয় ও বনানীর বাসায় অভিযান চালান র‌্যাব সদস্যরা। এ অভিযানে ৪৮ বোতল বিদেশি মদ, ২৯ লাখ টাকা, ২৩টি দেশের মোট ৭৭ লাখ সমমূল্যের বৈদেশিক মুদ্রা, ১২টি পাসপোর্ট, দুটি হরিণের চামড়া, তিনটি ব্যাংকের ৩২টি চেক ও অনলাইন গেমিং পরিচালনার একটি বড় সার্ভার জব্দ করা হয়। দীর্ঘ চার বছর কারাগারে থাকার পর ২০২৩ সালের অক্টোবরে জামিনে মুক্তি পান সেলিম প্রধান। পটপরিবর্তনের পর গত জুনে আত্মপ্রকাশ করা বাংলাদেশ রিপাবলিক পার্টি-বিআরপির প্রধান উপদেষ্টা হন সেলিম প্রধান।

 

]]>
সম্পূর্ণ পড়ুন