ক্যাশে এত কম টাকা কেন, একটু বেশি রাখতে পারেন না?

২ দিন আগে
ঝিনাইদহের কালীগঞ্জে একটি ফার্মেসিতে চুরি করে মন ভরেনি চোর চক্রের। তাই চুরির পর মালিককে ফোন দিয়ে ক্যাশ বাক্সে কম টাকা রাখার কারণ জানতে চান ওই চক্রের এক সদস্য!

রোববার (৩০ মার্চ) মধ্যরাতে উপজেলা শহরের হাসপাতাল সড়কের মল্লিক ফার্মেসিতে এ ঘটনা ঘটে। আর সোমবার ভোররাতে ফার্মেসির মালিক হরেন্দ্রনাথ সাহাকে ফোন করেন চোর চক্রের ওই সদস্য।


ফার্মেসির মালিক হরেন্দ্রনাথ সাহা বলেন, ‘এক চোর ফোন দিয়ে বলে: দাদা, আপনার ফার্মেসিতে আমরা চুরি করেছি। গতকাল তো কেনাবেচা অনেক করেছেন। তো ক্যাশে এত কম টাকা রাখলেন কেন! একটু বেশি করে রাখতে পারেন না?’
 

আরও পড়ুন: চুরির অভিযোগে প্রকাশ্যে নারীকে মারধর, আটক ১
 

তিনি আরও বলেন, ‘মোবাইলের কথা বিশ্বাস না হওয়ায় পরে দোকানে এসে দেখি সব মালামাল ছড়ানো-ছিটানো। ক্যাশেও টাকা নেই। এ ঘটনায় আমি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি।’


এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম হাওলাদার বলেন, ‘ঘটনাটি জানার পর স্বঘোষিত চোরের মুঠোফোন নম্বর শনাক্তকরণের কাজ চলছে। এ ঘটনায় জড়িতদের দ্রুতই আইনের আওতায় আনা হবে।’

]]>
সম্পূর্ণ পড়ুন