রোববার (৩০ মার্চ) মধ্যরাতে উপজেলা শহরের হাসপাতাল সড়কের মল্লিক ফার্মেসিতে এ ঘটনা ঘটে। আর সোমবার ভোররাতে ফার্মেসির মালিক হরেন্দ্রনাথ সাহাকে ফোন করেন চোর চক্রের ওই সদস্য।
ফার্মেসির মালিক হরেন্দ্রনাথ সাহা বলেন, ‘এক চোর ফোন দিয়ে বলে: দাদা, আপনার ফার্মেসিতে আমরা চুরি করেছি। গতকাল তো কেনাবেচা অনেক করেছেন। তো ক্যাশে এত কম টাকা রাখলেন কেন! একটু বেশি করে রাখতে পারেন না?’
আরও পড়ুন: চুরির অভিযোগে প্রকাশ্যে নারীকে মারধর, আটক ১
তিনি আরও বলেন, ‘মোবাইলের কথা বিশ্বাস না হওয়ায় পরে দোকানে এসে দেখি সব মালামাল ছড়ানো-ছিটানো। ক্যাশেও টাকা নেই। এ ঘটনায় আমি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি।’
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম হাওলাদার বলেন, ‘ঘটনাটি জানার পর স্বঘোষিত চোরের মুঠোফোন নম্বর শনাক্তকরণের কাজ চলছে। এ ঘটনায় জড়িতদের দ্রুতই আইনের আওতায় আনা হবে।’