‘ক্যারিয়ারে একটা ভুল করে ফেলেছিলাম’, ফেনারবাচকে কোচিং করানো নিয়ে মরিনহো

৩ সপ্তাহ আগে
ফেনারবাচের কোচ হিসেবে গত মাসে চাকরি হারিয়েছিলেন জোসে মরিনহো। বিদায়টা ভালোয় ভালোয় হয়নি, দলকে চ্যাম্পিয়ন্স লিগে নিয়ে যেতে ব্যর্থ হওয়ার একদিন পরই ঘটে বরখাস্তের ঘটনা।

তার্কিশ ক্লাবে এক বছরের কিছু বেশি সময়ের ক্যারিয়ারে মরিনহো বেশ কয়েকটি বিতর্কে জড়িয়েছিলেন। গত এপ্রিল তুর্কি কাপের কোয়ার্টার ফাইনালে হারের পর তর্কাতর্কি শেষে গ্যালাতসারের কোচ ওকান বুরুকের নাক চেপে ধরেছিলেন মরিনহো। বুরুক সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন। ওই ঘটনায় তদন্ত করে মরিনহোকে তিন ম্যাচে নিষেধাজ্ঞা দেওয়া হয়। নিষেধাজ্ঞার পাশাপাশি তাকে ৭ হাজার ৭৩৪ মার্কিন ডলার জরিমানা করা হয়।


মরিনহো নাক টেপার কাণ্ড ঘটান ‘বানর’ বিতর্কের দেড় মাস পার হওয়ার আগেই। ফেব্রুয়ারি শেষ সপ্তাহে এই গ্যালাতসারের খেলোয়াড়দের বানরের সঙ্গে তুলনা করেছিলেন। সমালোচনা করেছিলেন ম্যাচ অফিসিয়ালদেরও। শাস্তিস্বরূপ প্রাথমিকভাবে মরিনহোকে চার ম্যাচের নিষেধাজ্ঞা দেয়া হয়, জরিমানা করা হয় ১.৬ মিলিয়ন টার্কিশ লিরা। পরে আপিলের প্রেক্ষিতে জরিমানার পরিমাণ কমে ৫,৫৮,৫০০ লিরা বা ১৮ লাখ ৬২ হাজার টাকা দাঁড়ায়।


আরও পড়ুন: ইসরায়েলকে ফুটবল থেকে নিষিদ্ধের আহ্বান ক্যান্টনার


ফেনারবাচ মরিনহোকে ২৯ আগস্ট বরখাস্ত করে। এক মাস পার হওয়ার আগেই নতুন চাকরি জুটিয়ে ফেললেন রিয়াল মাদ্রিদ, চেলসি, ইন্টার মিলান, ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহ্যাম হটস্পার ও রোমায় চাকরি করা এই কোচ। দুই বছর মেয়াদে সাবেক ক্লাব বেনফিকার ফিরেছেন। ৬২ বছর বয়সি পর্তুগিজ দায়িত্ব নিতে আজই বেনফিকার ডেরায় পাড়ি জমিয়েছেন। সেখানেই ফেনারবাচের দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত ভুল হয়েছিল বলে মন্তব্য করলেন।


মরিনহো বলেন, ‘আমার ক্যারিয়ার এখন পর্যন্ত খুব ভালো। বিশ্বের বিভিন্ন দেশে বড় বড় ক্লাবকে কোচিং করিয়েছি। একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। ফেনারবাচে যাওয়াটা ভুল হয়েছিল। এটা আমার সাংস্কৃতিক লেভেলের পর্যায়ে পড়ে না। মোটেই আমার লেভেলের নয়।’

]]>
সম্পূর্ণ পড়ুন