বার্সেলোনার ক্যাম্প ন্যূ স্টেডিয়ামের বাইরে লিওনেল মেসির ভাস্কর্য তৈরি করা হবে- এ খবর আজ নতুন নয়। সেই ২০২১ সালেই শোনা গিয়েছিলে এমন খবর। কিন্তু বার্সেলোনার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ খবর ঘোষণা দেওয়া হয়নি কখনো।
অবশেষে ক্যাম্প ন্যুতে মেসির সম্মানে ভাস্কর্য নির্মাণের কথা নিশ্চিত করেছে বার্সা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) একটি বইয়ের অনুষ্ঠানে বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তা বলেছেন, ক্যাম্প ন্যুর বাইরে স্থাপনের জন্য মেসির ভাস্কর্যের নকশা তৈরির প্রক্রিয়া চলছে। লাপোর্তার ঘোষণাটি এসেছে এমন সময়ে, যখন মেসির হঠাৎ ক্যাম্প ন্যু আগমন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাসে ভাসছেন সমর্থকেরা।
আরও পড়ুন: পেলের পর দ্বিতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে এমবাপ্পের ৪০০ গোল
আর্জেন্টিনা দলের অনুশীলনের অংশ হিসেবে মেসি গিয়েছিলেন স্পেনে। গত রোববার (৯ নভেম্বর) রাতে আচমকাই ক্যাম্প ন্যু স্টেডিয়ামে যান মেসি। ২০০৪ থেকে ২০২১ পর্যন্ত যে মাঠে খেলে তিনি কিংবদন্তি হয়ে উঠেছেন, সেই মাঠে ঘোরাঘুরির কিছু ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে তিনি লিখেছিলেন, ‘আশা করি একদিন আমি ফিরে আসতে পারব, শুধু একজন খেলোয়াড় হিসেবে বিদায় জানাতে নয়, সেই সুযোগ তো আমি পাইনি।’
গত রোবরা (৯ নভেম্বর) আচমকাই ক্যাম্প ন্যূতে গিয়েছিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
মেসির আবেগঘন এমন পোস্টের পর বার্সেলোনা সমর্থকদের মধ্যে মেসিকে নিয়ে স্মৃতি রোমন্থন বেড়েছে। বার্সেলোনাও অফিশিয়াল সোশ্যাল হ্যান্ডলে মেসির ছবি পোস্ট করে লিখেছে, ‘তোমার ঘরে তুমি সব সময়ই স্বাগত, লিও।’
এর তিন দিন পর একটি বই উন্মোচন অনুষ্ঠানে লাপোর্তা মেসিকে ক্লাবের পক্ষ থেকে সম্মানিত করা নিয়ে কথা বললেন, ‘আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। অবশ্যই মেসি ও তাঁর পরিবারের সম্মতি থাকতে হবে। চূড়ান্ত নকশা প্রস্তুত হলে আমরা আনুষ্ঠানিক প্রস্তাব দেব। নতুন স্টেডিয়ামে বার্সার সব কিংবদন্তির মতো মেসিরও মূর্তি থাকলে দারুণ হবে।’
আরও পড়ুন: ফিফার পোস্টে উড়ন্ত হামজার ছবি
ক্যাম্প ন্যুর বাইরে আগে থেকেই আছে বার্সার দুই কিংবদন্তি লাসলো কুবালা ও ইয়োহান ক্রুইফের মূর্তি।
দেড় যুগের ক্যারিয়ার শেষে ২০২১ সালে হঠাৎ বার্সেলোনা ছাড়তে হয় মেসিকে। সে বছরই বার্সেলোনার বার্ষিক সাধারণ সভায় ক্যাম্প ন্যুর বাইরে মেসির ভাস্কর্য স্থাপনের বিষয়টি সামনে আলোচনায় আসে। ২০২১ সালের সেপ্টেম্বরে মেসি পাড়ি জমান পিএসজিতে। সেখানে দুই বছর থাকার পর তিনি চলে যান যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে। এখন তিনি সেখানেই খেলছেন।
]]>
২ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·