মুম্বাইয়ে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নারী বিশ্বকাপের সেমিফাইনালে জেমিমার অপরাজিত সেঞ্চুরির ইনিংসে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটের ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করলো ভারত। ৩৩৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৮.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয় তারা। নারী ক্রিকেটে এটি সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।
বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে অবশ্য চাপে ছিল ভারত। দলীয় ১৩ রানে শেফালি বার্মার পর ৫৯ রানে বিদায় নেন স্মৃতি মান্ধানা। শেফালি ১০ আর স্মৃতি ২৪ রানের ইনিংস খেলে বিদায় নেন। সেখান থেকে বড় জুটি গড়েন জেমিমা ও হারমানপ্রীত কৌর। দুজনেই গড়ে দেন জয়ের ভিত্তি। ৩৬তম ওভারে হারমানপ্রীত আউট হওয়ার আগে জেমিমার সঙ্গে তার জুটি ছিল ১৮৭ রানের। ৮৮ বলে ১০ চার ও ২ ছক্কায় ৮৯ রান করে সান্দারল্যান্ডের শিকার হন ভারত অধিনায়ক।
অবশ্য তাদের জুটি যখন ১৬৭ রানে, তখনই জেমিমাকে সাজঘরে পাঠানোর সুযোগ ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু হাতের নাগালে পেয়েও সুযোগ মিস করেন অজি উইকেটরক্ষক অ্যালিসা হিলি। ৮২ রানে জীবন পাওয়া এ ব্যাটার সুযোগ কাজে লাগিয়ে সেঞ্চুরি তুলে নেন। এ ব্যাটার ব্যক্তিগত ১০৬ রানে আরও একবার জীবন পান। এবার স্ট্রেইটে তার ক্যাস মিস করেন ম্যাকগ্রা। তখনো দলের জয়ের জন্য ৪১ বলে দরকার ছিল ৫৫ রান। হাতে ছিল ৬ উইকেট। কিন্তু সে সময় তাকে ফেরানো গেলে ম্যাচের ভাগ্যও বদলানো সম্ভব ছিল। কিন্তু দুই ক্যাচ মিসে নিজেদের কপাল নিজেরা পুড়েছে অজিরা।
আরও পড়ুন: ‘তোমার স্বামী খুব কঠোর’, সাবেক ইংলিশ ক্রিকেটারের স্ত্রী’কে রাহুল
জেমিমা শেষ পর্যন্ত ১৩৪ বলে ১২৭ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। দলকে জেতানোর পথে দীপ্তি শর্মা ১৭ বলে ২৪, রিচা ঘোষ ১৬ বলে ২৬ আর আমানজোত কৌর ৮ বলে ১৫ রানের ইনিংস খেলে তাকে সহযোগিতা করেন। অজিদের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন কিম গার্থ ও সান্দারল্যান্ড।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৪৯.৫ ওভারে সব কটি উইকেট হারিয়ে ৩৩৮ রানের বড় পুঁজি পেয়েছিল অস্ট্রেলিয়া। তবে ফোয়েবে লিচফিল্ডের ৯৩ বলে ১৭ চার ও ৩ ছক্কায় ১১৯ রানের ইনিংস কিংবা অ্যালিসা পেরির ৮৮ বলে ৬ চার ও ২ ছক্কায় ৭৭, আর ৪৫ বলে সমান ৪ ছক্কা ও চারের মারে অ্যাশলি গার্ডনারের ৬৩ রানের ইনিংসটি কাজে আসলো না। ভারতের হয়ে ২টি করে উইকেট নেন শ্রী চরণী ও দীপ্তি।
আরও পড়ুন: ভারত-দ.আফ্রিকা টেস্টে আগে চা, পরে লাঞ্চ বিরতি
এদিকে নারীদের ওয়ানডে ক্রিকেটে আজ সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েছে ভারত। এর আগে চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারতের দেওয়া ৩৩১ রান তাড়া করে রেকর্ডটি গড়েছিল অজিরা।
]]>
৩ সপ্তাহ আগে
৩







Bengali (BD) ·
English (US) ·