মঙ্গলবার (১১ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে ৮ উইকেটে ২৭০ রান তুলে দিন শেষ করেছে স্বাগতিক আয়ারল্যান্ড। টস জিতে ব্যাটিং নেয়া আইরিশরা এই স্কোর গড়েছে ওপেনার পল স্টার্লিংয় (৬০), অভিষিক্ত ক্যাড কারমাইকেলের (৫৯) অর্ধশতকের সঙ্গে কার্টিস ক্যাম্ফারের ৪৪, লরকান টাকারের ৪১ ও জর্ডান নিলের ৩০ রানের ইনিংসে ভর করে। ২১ রানে ব্যাট করা ব্যারি ম্যাকার্থি আগামীকাল সকালে দলের স্কোরটা আরও বড় করার চেষ্টা করবেন।
তবে, আইরিশরা আরও আগেই অলআউট হতে পারত, যদি বাংলাদেশের ফিল্ডারদের হাত ওমন 'মাখন না হতো। ম্যাচের প্রথম সেশনে নাহিদ রানা ও হাসান মাহমুদের টানা তিন ওভারে তিনটা ক্যাচ ফেলেছেন সাদমান, তাইজুল আর মিরাজ। ক্যাচ ফেলাদের তালিকায় এরপর নাম তুলেছেন শান্ত, মুশফিকের মতো অভিজ্ঞরাও। সব মিলিয়ে প্রথম দিনজুড়ে চলেছে বাংলাদেশের ক্যাচ মিসের প্রদর্শণী।
টাইগারদের চোখে অবশ্য ক্যাচ মিস করাটা খেলারই অংশ। প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে এমনটাই বলেছেন পেসার হাসান মাহমুদ।
আরও পড়ুন: অলআউট করতে না পারার হতাশা নিয়ে দিন শেষ করলো বাংলাদেশ
হাসানের ভাষায়, 'ক্যাচ মিস পার্ট অব দ্য গেম। আমরা পজিটিভ ভাবেই নেই যে চান্স আসতেছে। ফিল্ডাররা আরেকটু অ্যালার্ট হয়।'
তবে, ক্যাচ মিস বাংলাদেশের খেলার সবচেয়ে নিয়মিত অংশ হয়ত। তাই তো ফিল্ডিং কোচের ভূমিকা নিয়েও প্রায়ই প্রশ্ন ওঠে। এ ব্যাপারে হাসান বলেন, 'সবাই যথেষ্ট কাজ করতেছে ফিল্ডিং নিয়ে। আলাদ কাজও হচ্ছে। কিন্তু গেমে এতা হতেই পারে। আমি আশা করবো আগামীতে এটা কম করবো।'
প্রথম দিনে আইরিশদের করা স্কোরকে খুব একটা আমলে নিচ্ছেন না হাসান। জানালেন, উইকেট ব্যাটিং বান্ধব, তাই বোলারদের পারফরম্যান্সে খুশিই তিনি। হাসান বলেন, 'উইকেট ব্যাটিং এর জন্য খুব ভালো। বোলাররা ভালো করেছে। আমরা এখন ভালো অবস্থানে আছি। উইকেট বিবেচনায় এটা বেশি রান না। দ্রুত আউট করলে আমাদের সুযোগ বাড়বে।'
আরও পড়ুন: বিয়ে করেছেন রশিদ খান, কিন্তু প্রথম নাকি দ্বিতীয়?
প্রথম দিনের খেলায় দুই পেসার মিলে নিয়েছেন ২ উইকেট। অন্যদিকে ৩ স্পিনার মিলে নিয়েছেন ৬ উইকেট, যার ৩টি গেছে মিরাজের ঝুলিতে। অভিষিক্ত হাসান মুরাদও ২ উইকেট নিয়ে আলোকিত করেছেন অভিষেক। দিনের শেষ বলে বাকি উইকেটটা ঝুলিতে পুরেছেন তাইজুল। সময়ের সঙ্গে স্পিনাররা আরও ভালো করবেন বলে মনে করেন হাসান, 'এই উইকেটে স্পিনাররা ভালো করবে। যত সময় যাবে তারা সুবিধা পাবে।'
হাসান প্রশংসায় ভাসিয়েন তার বোলিং পার্টনার নাহিদ রানাকেও। মাত্র একটি উইকেট পেলেও প্রথম সেশনে নতুন বলে গতির ঝড় তুলেছিলেন দেশের দ্রুততম এই ফাস্ট বোলার। হাসান বলেন, 'নাহিদের সাথে বোলিং করতে আমার ভালো লাগে। পার্টনার হিসেবে সে দুর্দান্ত। তার পেস অন্য সাইড থেকে দেখ আনন্দ দেয়।'

২ সপ্তাহ আগে
৫






Bengali (BD) ·
English (US) ·