ক্যাচ মি ইফ ইউ ক্যান: পুলিশকে চ্যালেঞ্জ, যুবকের পরিণতি কী?

৩ দিন আগে
সোশ্যাল মিডিয়ায় স্রেফ এক ঠাট্টা আর স্পর্ধা, যা পুনের এক যুবকের জন্য মুহূর্তেই ডেকে আনল চরম বিপদ। নিজের দামি মোটরসাইকেলের নম্বর প্লেটে বিদ্রুপাত্মক মন্তব্য লিখে পুলিশকে সরাসরি ‘ক্যাচ মি ইফ ইউ ক্যান’ (পারলে ধরো) বলে চ্যালেঞ্জ জানানোর কয়েক ঘণ্টার মধ্যেই আটক হয়েছেন ২১ বছর বয়সি সেই যুবক। খবর এনডিটিভির।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, আটক যুবকের নাম রাহিল (২১)। তিনি একটি চোখধাঁধানো, সবুজ রঙের কাওয়াসাকি নিনজা মোটরসাইকেল ব্যবহার করতেন। তবে এই বাইকের নম্বর প্লেটে ছিল না সরকারি নিবন্ধন নম্বর; বরং ট্রাফিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সেখানে লেখা ছিল: ‘Will Run’ (দৌড়ে পালাব)।
 

বিড়ম্বনার শুরু হয় যখন রাহিলের বন্ধু নীতিশ কে. বাইকটির ছবি তুলে সোশ্যাল মিমিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’ (সাবেক টুইটার)-এ পোস্ট করেন। সেই পোস্টে পুনে পুলিশকে সরাসরি ট্যাগ করে উসকানিমূলক ক্যাপশনে লেখা হয়: ‘Catch me if you can’।
 

ছবি: এনডিটিভি


পোস্টটিতে একটি ‘রেডিট’ স্ক্রিনশটও যুক্ত ছিল, যেখানে লেখা ছিল: ‘কোথরুদের একটি পেট্রল পাম্পে এটি দেখলাম। এত ট্রাফিক পুলিশ ও সিসিটিভি থাকা সত্ত্বেও এমন উদ্ভট নম্বর প্লেট কীভাবে অনুমোদিত হয়?’ ছবিতে কালো হুডি ও ট্রাউজার পরিহিত রাহিলকে স্টাইলিশ বাইকে বসে থাকতে দেখা যায়।


এই চ্যালেঞ্জটি নজরে আসা মাত্রই দ্রুত প্রতিক্রিয়া জানায় পুনে পুলিশ। তাদের অফিশিয়াল ‘এক্স’ অ্যাকাউন্ট থেকে পাল্টা জবাব দেয়া হয়, যেখানে লেখা হয়: ‘আমরা পারি, এবং আমরা করব। এটা কেবল সময়ের ব্যাপার। আপডেটের জন্য চোখ রাখুন!’
 

ছবি: এনডিটিভি


পুলিশের এই প্রতিক্রিয়ার পরই শুরু হয় অভিযান। প্রতিশ্রুতি অনুযায়ী, পুনে পুলিশ মাত্র কয়েক ঘণ্টার মধ্যে প্রযুক্তি ব্যবহার করে রাহিলকে তার অবৈধ মোটরসাইকেলসহ খুঁজে বের করে আটক করে।


গ্রেফতারের পর পুলিশ সোশ্যাল মিডিয়ায় একটি ‘আগে ও পরে’র ভিডিও প্রকাশ করে। সেখানে রাহিলকে, মুখ ঝাপসা করে, নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইতে দেখা যায়।


রাহিল সেই ভিডিওতে বলেন, ‘পুলিশ এটি খেয়াল করেছে এবং মাত্র এক ঘণ্টার মধ্যে আমাকে ধরে ফেলেছে। আমি আমার এই ভুলের জন্য ক্ষমাপ্রার্থী এবং আপনাদেরও অনুরোধ করছি এমন কিছু করবেন না।’
 

ছবি: এনডিটিভি


ভিডিওটি পোস্ট করার সময় পুনে পুলিশ একটি কঠোর বার্তা দেয়। সেখানে লেখা হয়: ‘রাস্তা খেলার জায়গা নয়, বৎস! আমরা সবসময় আমাদের প্রতিশ্রুতি রাখি। দেখা যাচ্ছে, ছেলেটি যথেষ্ট অধরা ছিল না। বিপজ্জনক খেলা খেলেছে, জিতেছে বিপজ্জনক পুরস্কার।’

]]>
সম্পূর্ণ পড়ুন