কোহলির সম্মানে সাদা রঙে সাজবে বেঙ্গালুরু স্টেডিয়াম

২ দিন আগে
১৪ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টেনেছেন বিরাট কোহলি। সোমবার (১২ মে) এক ফেসবুক পোস্টে লাল বলের ফরম্যাটকে বিদায় বলেছেন প্রজন্মের অন্যতম সেরা এই ব্যাটার। সাদা জার্সির ফরম্যাটে কোহলির বর্ণাঢ্য ক্যারিয়ারকে সম্মান জানাতে এবার বেঙ্গালুরুর চিন্বাস্বামী স্টেডিয়ামকে সাদা রঙে সাজানোর উদ্যোগ নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সমর্থকরা।

ভারত-পাকিস্তান যুদ্ধপরিস্থিতির কারণে গত ৯ মে স্থগিত করা হয় আইপিএলের চলমান আসর। তবে এক সপ্তাহের বিরতির পর আগামী ১৭মে থেকে আবারও মাঠে গড়াতে যাচ্ছে টুর্নামেন্ট। পুনরায় শুরুর পর প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হতে যাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ঘরের মাঠ চিন্বাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচে কোহলিকে বিশেষভাবে সম্মান জানানোর উদ্যোগ নিয়েছে আরসিবি সমর্থকরা।

 

কোহলির টেস্ট ক্যারিয়ারকে সম্মান জানাতে কেকেআরের বিপক্ষে ম্যাচের দিন সবাইকে সাদা পোশাক পরে স্টেডিয়ামে আসার অনুরোধ করেছেন আরসিবি সমর্থকরা। সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে এই প্রস্তাব সামনে আসে। শুরুতে একজন এক্স ব্যবহারকারী এই প্রস্তাব তুললেও ধীরে ধীরে সেটি জনপ্রিয় হয়। এখনও সমর্থকরা এই ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছে।

 

এক্সের সেই পোস্টে ওই সমর্থক লেখেন, 'বেঙ্গালুরু সমর্থকরা, তোমাদের কাজ একটাই-  এই বার্তা ছড়িয়ে দেয়া। তিনি (কোহলি) আমাদের অনেককে টেস্ট ক্রিকেট ভালোবাসতে বাধ্য করেছেন। যদিও আমরা তাকে আর এই সাদা জার্সিতে খেলতে দেখব না, তবে আমি তাকে জানাতে চাই এই ফরম্যাটের জার্সিতে তাকে সবাই কতটা ভালবাসত।'

 

তিনি আরও লেখেন, 'দয়া করে এটা নিয়ে চিন্তা করুন এবং বাস্তবে রূপ দিতে সাহায্য করুন। এটা আমাদের অনেকের কাছে অনেক বড় ব্যাপার। আমি একটি জার্সির ডিজাইন প্রস্তুত করেছি। আমি মনে করি আমরা ফান্ড তুলে চিন্বাস্বামী স্টেডিয়ামের বাইরে সাদা জার্সি দিতে পারি সবাইকে। এটা আমাদের জন্য সবচেয়ে ভালো সুযোগ। সাদা জার্সি না হয়ে সাদা টি-শার্ট হলেও চলবে।'

 

আরও পড়ুন: চলতি সপ্তাহের শেষেই মাঠে গড়াবে পিএসএলের বাকি খেলা

 

বেঙ্গালুরু সমর্থকের এই পোস্ট মুহূর্তের মধ্যে ছেয়ে গিয়েছে নেট দুনিয়ায়। লাখ-লাখ সমর্থক এই ধারণায় সম্মতি প্রকাশ করেছেন। ধারণা করা হচ্ছে, ম্যাচের দিন আসলেই চিন্বাস্বামী স্টেডিয়াম সাদায় পরিপূর্ণ হয়ে উঠতে পারে।

 

২০১১ সালে টেস্টে অভিষেকের পর ১২৩ টেস্টে ৯২৩০ রান করেছেন কোহলি। একটা সময় গড়টা পঞ্চাশের বেশি থাকলেও শেষদিকে নেমে এসেছে ৪৬.৮৫-তে। এই ফরম্যাটে ৩০টি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি, ডাবল সেঞ্চুরির সংখ্যা ৭টি। তার সর্বোচ্চ রানের ইনিংসটি ২৫৪। 
 

]]>
সম্পূর্ণ পড়ুন