ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে কর্ণাটকের চিত্রদুর্গা জেলার মারিয়াম্মানাহাল্লি গ্রামে। শনিবার (৩ মে) এম চিন্নাস্বামী স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসকে হারায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আরসিবির জয় উদযাপনে ওই তিন ব্যক্তি পাঁঠা বলি দেন। মুহুর্তেই সে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। আর ভিডিওটিতে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।
আরও পড়ুন: মুম্বাইয়ের পুরো স্কোয়াডের জরিমানা, জরিমানা হয়েছে গুজরাটের কোচেরও
২০ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যায়, কোহলির কাটআউটের সামনে একটি পাঁঠা নিয়ে দাঁড়িয়ে আছেন তিন ব্যক্তি। একজন প্রাণীটি ধরে রেখেছেন, আরেকজন দড়ি টেনে রেখেছেন, আর অন্যজনের হাতে একটি দা। বলি দিয়ে তারা রক্ত কোহলির কাটআউটে লাগিয়ে দেন। ইনস্টাগ্রামে মুহূর্তেই ছড়িয়ে এ ঘটনার ভিডিও।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। এরপর সান্না পালায়্যা (২২), জায়ান্না (২৩) ও টিতে স্বামী (২৮) নামের তিন ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত তিন ব্যক্তির বিরুদ্ধে প্রাণীর ওপর নিষ্ঠুরতার ধারায় মামলা নথিভুক্ত করে মোলাকালমুরু পুলিশ।
আরও পড়ুন: নাটকীয় ম্যাচে শেষ বলে জিতল গুজরাট
আইপিএলে সেই ২০০৮ সাল থেকেই খেলে আসছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে এত বছরেও এখনও পর্যন্ত শিরোপার স্বাদ পায়নি দলটি। চলতি আসরে ৮ ম্যাচ জিতে প্লে-অফের পথে আছে বিরাট কোহলির দল।
]]>