কোহলিকে অনুসরণ করো, বৈভবকে শেবাগ

৩ সপ্তাহ আগে
১৪ বছর বয়সেই ক্রিকেটবিশ্বে ঝড় তুলেছেন বৈভব সূর্যবংশী। আইপিএলের নিলামে ১ কোটি ১০ লাখ রুপিতে বিক্রি হয়েই আলোচনায় এসেছিলেন। তবে বৈভব নজর কেড়েছেন আইপিএল অভিষেকে, প্রথম বলেই অভিজ্ঞ বোলার শার্দুল ঠাকুরকে ছক্কা মেরে। এমন স্বপ্নের মতো অভিষেকের পরেও তরুণ ক্রিকেটারকে নিয়ে শঙ্কায় আছেন বীরেন্দ্র শেবাগ।

বড় পরিসরের ক্রিকেটে শুরুটা স্বপ্নের মতো হলেও এটা ধরে রাখা বৈভবের জন্য চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন শেবাগ। বৈভবকে লম্বা সময় টিকে থাকার জন্য বিরাট কোহলিকে অনুসরণের পরামর্শ দিলেন সাবেক এই ক্রিকেটার।  

 

তিনি বলেন, ‘সূর্যবংশীর লক্ষ্য থাকা উচিৎ, ২০ বছর ধরে আইপিএলে খেলার। বিরাট কোহলির দিকে তাকাও, যে ১৯ বছর বয়সে খেলা শুরু করেছিল। এরপর ১৮টি মৌসুম ধরে খেলছে। কোহলিদের অনুসরণ করার চেষ্টা করা উচিৎ। কিন্তু যদি সে এই আইপিএল নিয়ে খুশি থাকে এবং ভাবে যে, ও এখন কোটিপতি, ওর অভিষেক দুর্দান্ত ছিল, প্রথম বলেই ও ছক্কা মেরেছে, তাহলে হয়তো পরের বছর আমরা ওকে দেখতে পাব না।’

 

আরও পড়ুন: আইপিএলে ফিক্সিংয়ের অভিযোগ তুললেন পাকিস্তানি ক্রিকেটার

 

প্রথম দুই ম্যাচেই বেশ সম্ভাবনা দেখিয়েছেন ১৪ বছর বয়সী বৈভব। প্রথম ম্যাচে ২০ বলে ৩৪ রানের ক্যামিও ইনিংস খেলার পর গতকাল (২৫ এপ্রিল) দ্বিতীয় ম্যাচেও খেলেন ১২ বলে ১৬ রানের ইনিংস। তবে এই সাফল্যে উচ্ছ্বসিত না হয়ে ধারাবাহিকতা ধরে রাখার জন্য তাকে পরামর্শ দিয়েছেন শেবাগ।

 

তরুণ খেলোয়াড়কে নিয়ে শঙ্কা এবং সম্ভাবনার কথা বলতে গিয়ে শেবাগ বলেন, ‘যদি তুমি মাঠে যাও এবং জেনে থাকো যে, তোমার ভালো পারফরম্যান্সের জন্য প্রশংসিত হবে এবং খারাপ পারফরম্যান্সের জন্য সমালোচিত হবে, তাহলে তুমি মাঠেই থাকবে। আমি অনেক খেলোয়াড়কে একটি বা দু’টি ম্যাচের পর বিখ্যাত হতে দেখেছি। তারপর তারা কিছুই করতে পারেননি। কারণ তারা মনে করেছিলেন, ইতোমধ্যেই তারকা খেলোয়াড় হয়ে উঠেছেন।’

]]>
সম্পূর্ণ পড়ুন