কোস্টগার্ডের অভিযানে ১ কোটি ৩১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

৫ দিন আগে
শরিয়তপুরের একটি গুদামে অভিযান চালিয়ে ১ কোটি ৩১ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড।

রোববার (৫ জানুয়ারি) রাতে কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।


তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড ঢাকা জোনের অধীনে চাঁদপুর স্টেশন কর্তৃক শরিয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার দাসের জঙ্গল বাজারে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন দাসের জঙ্গল বাজারে জালের গুদাম এবং দোকান তল্লাশি করে আনুমানিক ১ কোটি ৩১ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।


আরও পড়ুন: মেঘনায় অভিযান: ৭০ লাখ মিটার কারেন্ট জালসহ ৩৬ জেলে আটক


তিনি আরও জানান, পরবর্তীতে জব্দ করা কারেন্ট জাল নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন