কোরিয়ায় গান গেয়ে মন জয় করলেন আল আমিন

১ দিন আগে
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’তে অভিনয় করে শোবিজ অঙ্গনে পরিচিত হয়ে উঠেছেন দ্বৈত কণ্ঠের গায়ক আল আমিন। প্রথম সিনেমাতেই কান চলচ্চিত্র উৎসবে বিশেষ মর্যাদা পাওয়ার পর এবার দক্ষিণ কোরিয়ায় গান দিয়ে নজর কাড়লেন তিনি।

নোয়াখালী জেলার ২৩ বছর বয়সী আল আমিন নিজের স্বপ্ন পূরণ করতে এবার পা রেখেছেন কোরিয়ায়। গানের একটি অনুষ্ঠানে সেখানে অংশ নিয়েছেন।

 

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড আর্ট ফেস্টিভ্যাল’ নামের প্রতিযোগিতায় এ বছর বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন তিনি। দেশের ‘বাংলাদেশ টিম’ নামের দল থেকে অংশ নেন।

 

একাধিক সদস্যের এ দলে বাংলাদেশের হয়ে কেউ নাচ, কেউ পুতুল অভিনয়, কেউ মুখাভিনয়, কেউ গান পরিবেশন করেন। আল আমিন এ দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে একটি গান পরিবেশন করেন।


 

‘ওয়ার্ল্ড আর্ট ফেস্টিভ্যাল’-এ পুরস্কার হাতে আল আমিন। ছবি: সংগৃহীত

 

প্রতিযোগিতায় আল আমিন বাংলাদেশের একটি এবং কোরিয়ার একটি রোমান্টিক গান একসঙ্গে গেয়ে শোনান। গান দুইটির একটি হলো ঢালিউডের জনপ্রিয় ‘আনন্দ অশ্রু’ সিনেমার গান ‘তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা’। আর অন্যটি হলো জনপ্রিয় কোরিয়ান ড্রামা ‘মাই লাভ ফর্ম দ্য স্টার’র গান ‘মাই ডেসটিনি’।

 

আরও পড়ুন: ইউটিউবের ইতিহাসে রেকর্ড গড়ল ‘মিস্টার বিস্ট’

 

‘ওয়ার্ল্ড আর্ট ফেস্টিভ্যাল’-এ অংশ নিতে পেরে সময় সংবাদকে নিজের অনুভূতি জানান আল আমিন। বলেন,

কোরিয়ায় আসার স্বপ্ন পূরণ হয়েছে। ‘ওয়ার্ল্ড আর্ট ফেস্টিভ্যাল’-এ অংশ নিতে পেরে ভালো লেগেছে। দলীয় সম্মাননা পেয়েছি। ফেস্টিভ্যাল’-এ আমার গাওয়া গানের সঙ্গে সবাই কণ্ঠ মিলিয়েছে, যা ভোলার নয়। মুহূর্তগুলো চমৎকার উপভোগ করেছি।

 

আরও পড়ুন: কোরিয়া গিয়ে স্বপ্নের নায়িকার দেখা পেলেন আল আমিন

 

]]>
সম্পূর্ণ পড়ুন