কোরআন ও হাদিসে আদলের গুরুত্ব

৪ সপ্তাহ আগে
আদল আরবি শব্দ। এর অর্থ: ন্যায়পরায়ণতা, সুবিচার, সমতা, ভারসাম্য, সঠিকভাবে প্রাপ্য হক প্রদান করা। এটি ইসলামের মৌলিক মূলনীতি। এটি আল্লাহর অন্যতম গুণবাচক নামও-- আল-আদল অর্থাৎ ন্যায়পরায়ণ।

পবিত্র কোরআনে আদলের গুরুত্ব

 

মহান আল্লাহ আদলের নির্দেশ দিয়ে পবিত্র কোরআনে বলেন,

 

اِنَّ اللّٰهَ یَاۡمُرُ بِالۡعَدۡلِ وَ الۡاِحۡسَانِ وَ اِیۡتَآیِٔ ذِی الۡقُرۡبٰی وَ یَنۡهٰی عَنِ الۡفَحۡشَآءِ وَ الۡمُنۡكَرِ وَ الۡبَغۡیِ ۚ یَعِظُكُمۡ لَعَلَّكُمۡ تَذَكَّرُوۡنَ 

 

অর্থ: নিশ্চয়ই আল্লাহ আদল, ইহসান ও আত্মীয়-স্বজনকে দান করার নির্দেশ দেন এবং অশ্লীলতা, মন্দকাজ ও সীমালঙ্ঘন নিষিদ্ধ করেন। তিনি তোমাদের উপদেশ দেন, যাতে তোমরা শিক্ষা গ্রহণ কর। (সুরা নাহল, আয়াত: ৯০)

 

এ আয়াতকে ইসলামের “ন্যায়নীতির ভিত্তিমূল” বলা হয়।

 

নিজস্ব স্বার্থের বিরুদ্ধেও ন্যায়ের নির্দেশ দিয়ে মহান আল্লাহ বলেন,

 

یٰۤاَیُّهَا الَّذِیۡنَ اٰمَنُوۡا كُوۡنُوۡا قَوّٰمِیۡنَ بِالۡقِسۡطِ شُهَدَآءَ لِلّٰهِ وَ لَوۡ عَلٰۤی اَنۡفُسِكُمۡ اَوِ الۡوَالِدَیۡنِ وَ الۡاَقۡرَبِیۡنَ ۚ اِنۡ یَّكُنۡ غَنِیًّا اَوۡ فَقِیۡرًا فَاللّٰهُ اَوۡلٰی بِهِمَا ۟ فَلَا تَتَّبِعُوا الۡهَوٰۤی اَنۡ تَعۡدِلُوۡا ۚ وَ اِنۡ تَلۡوٗۤا اَوۡ تُعۡرِضُوۡا فَاِنَّ اللّٰهَ كَانَ بِمَا تَعۡمَلُوۡنَ خَبِیۡرًا

 

অর্থ: হে ঈমানদারগণ! তোমরা দৃঢ়ভাবে ন্যায়ের উপর প্রতিষ্ঠিত হও, আল্লাহর জন্য সাক্ষ্য দাও। যদিও তা নিজেদের, পিতা-মাতা অথবা নিকট আত্মীয়ের বিরুদ্ধে হয়। সে ধনী হোক বা গরিব— আল্লাহ উভয়েরই অধিক হকদার। সুতরাং কামনার অনুসরণ করো না, যেন তোমরা ন্যায় বিচ্যুত না হও। (সুরা নিসা, আয়াত: ১৩৫)

 

আরও পড়ুন: হত্যাকাণ্ড বেড়ে যাওয়া কি কিয়ামতের আলামত!
 

এ আয়াতে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক স্তরে ন্যায় প্রতিষ্ঠার কঠিন নির্দেশ রয়েছে।

 

শত্রুর ক্ষেত্রেও ন্যায়ের নির্দেশ দিয়ে মহান আল্লাহ বলেন,

 

اِعۡدِلُوۡا ۟ هُوَ اَقۡرَبُ لِلتَّقۡوٰی ۫

 

অর্থ: আর কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ যেন তোমাদের ন্যায়পরায়ণ হতে বিরত না রাখে। ন্যায়পরায়ণ হও। এটাই পরহেজগারির কাছাকাছি। (সুরা মায়িদা, আয়াত: ৮) অর্থাৎ, শত্রুর ক্ষেত্রেও অন্যায় করা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ।

 

হাদিসের আলোকে আদলের গুরুত্ব

 

ন্যায়পরায়ণ শাসকের মর্যাদা। রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

 

সাত ধরনের মানুষ কিয়ামতের দিনে আল্লাহ তাঁর আরশের ছায়ায় আশ্রয় দেবেন… তাদের মধ্যে একজন হল ন্যায়পরায়ণ শাসক। (বুখারি, মুসলিম)

 

আরও পড়ুন: বৃষ্টির দিনে যেসব আমল করবেন

 

রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 

 

ন্যায়পরায়ণরা আল্লাহর কাছে নূরের মিম্বরে থাকবে, যারা শাসনে, পরিবারে এবং তাদের দায়িত্বে ন্যায়পরায়ণতা বজায় রাখে। (মুসলিম)

 

রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছিলেন, 

 

যদি আমার মেয়েও চুরি করে, তাহলে তার হাতও কেটে ফেলতে দ্বিধা করব না। (বুখারি, মুসলিম)

]]>
সম্পূর্ণ পড়ুন