কোম্পানীগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ

১ সপ্তাহে আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় একটি আবাসিক বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধের ঘটনা ঘটেছে।

বুধবার (১ অক্টোবর) রাতে আহতদের রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে উন্নত চিকিৎসার জন্য নেয়া হয়েছে।এর আগে সন্ধ্যায় বসুরহাট পৌরসভার ৮ নং ওয়ার্ডের ইদ্রিসিয়া সড়কের রাহাত মঞ্জিলের ২য় তলায় এ ঘটনা ঘটে।


আহতরা হলেন- কুমুদ (৪৪), তার স্ত্রী সবিতা রানী নাথ (৩২), মেয়ে ওদ্রিবা (৮) ও ছেলে তূর্য (৩)। একটি ওষুধ কোম্পানিতে চাকরিরত কুমুদ ওই বাসায় ভাড়া থাকতেন।


হাসপাতাল সূত্রে জানা যায়, একই পরিবারের ৪ জন দগ্ধ হন। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের সবাইকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।


আরও পড়ুন: কিশোরগঞ্জে ড্রেন নির্মাণের সময় গ্যাস লাইনে আগুন, ২ শ্রমিক দগ্ধ


কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশনমাস্টার উত্তম চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে বাসায় জমে থাকা গ্যাস লাইনের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। তবে তদন্তের পর সঠিক কারণ জানা যাবে।

]]>
সম্পূর্ণ পড়ুন