সোমবার (২৮ এপ্রিল) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে কয়েকটি দলের সঙ্গে বিএনপির লিঁয়াজো কমিটির বৈঠক শেষে গণমাধ্যমে এসব কথা বলেন বিএনপি।
জনগণ ভোট চায় না কিন্তু আপনারা জনগণের চাওয়া বলে নির্বাচন চাচ্ছেন, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে আমীর খসরু বলেন, ‘জনগণ বলতে আপনারা কাদের কথা বলছেন, বিএনপির সঙ্গে হাসিনাবিরোধী আন্দোলন করেছে এমন ৫০টি দল পরিষ্কার করে বলেছে তারা ডিসেম্বরের আগে নির্বাচন চায়। এবং সংস্কার প্রস্তাবে ঐকমত্য হবে, সেই সংস্কারগুলো লিপিবদ্ধ করে নির্বাচন কমিশনকে দেবে। যারা সেই রোডম্যাপ নিয়ে এগিয়ে যাবে নির্বাচনের দিকে।’
তিনি বলেন, ‘১৬ বছরের যুদ্ধ ছিল গণতন্ত্র ফিরিয়ে আনার, যেখানে নির্বাচনে ভোটাধিকার ফিরিয়ে এনে সরকার প্রতিষ্ঠা করবে, যারা জনগণের কাছে জবাবদিহি করবে। কোনো মহামানবকে দায়িত্ব দেয়ার জন্য দেশের মানুষ আন্দোলন করেনি, ত্যাগ করেনি বিগত সময়ে। আর কোনো মহামানব দেশের গণতন্ত্র সমাধান করবে তার জন্য দেশের মানুষ অপেক্ষা করবে এটা বিশ্বাস করার কোনো কারণ নেই।’
আরও পড়ুন: জেল-গুম-খুন হওয়া বিএনপি নেতাকর্মীদের ক্ষতিপূরণ কে দেবে, প্রশ্ন আমীর খসরুর
খসরু বলেন, ‘জনগণ কারা? জনগণের বিরুদ্ধে গিয়ে, ভোটাধিকারের বিরুদ্ধে গিয়ে যারা গণতন্ত্রকে সংস্কারের মুখোমুখি দাঁড় করিয়েছে। যারা বিশেষ সুযোগ-সুবিধাভোগী তাদের সঙ্গে নির্বাচনকে মুখোমুখি করছে?’
তিনি বলেন, ‘জনগণ বলতে যদি কোনো বিশেষ গোষ্ঠী বা সুবিধাভোগী, যারা গণতন্ত্রের বিপক্ষে গিয়ে বিরুদ্ধাচরণ করে সেটি সুখকর নয়।’