কোনো চাপের কাছে মাথানত করবে না ইরান: প্রেসিডেন্ট

১ সপ্তাহে আগে
ইরান কোনো বিদেশি চাপের কাছে মাথানত করবে না এবং দেশের স্বার্থ রক্ষায় শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

বৈশ্বিক মঞ্চে কোনোভাবেই থামছে না ইরানের সঙ্গে পশ্চিমাদের সংঘাত। উল্টো সময়ের সঙ্গে আরও তীব্র হচ্ছে। এবার যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের অযৌক্তিক আর অসম্ভব শর্তের কারণেই জাতিসংঘে নিষেধাজ্ঞা ইস্যুতে সমাধান ব্যর্থ হয়েছে বলে অভিযোগ তুলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। 

 

ইরান কোনো চাপেই জাতীয় স্বার্থ বিসর্জন দেবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। জাতিসংঘ সদর দফতরে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরাঘচি বলেন, ইরান যুক্তিসংগত প্রস্তাব দিয়েছিল, ইউরোপীয় কর্মকর্তারাও তা স্বীকার করেছেন। কিন্তু মার্কিন প্রশাসন ভিন্ন পথে চাপ দেয়ায় সমঝোতা সম্ভব হয়নি।

 

একইসুরে কথা বলেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও। 

 

আরও পড়ুন: পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তিতে ইরানের যোগদানের প্রস্তাব তেহরানের

 

স্থানীয় সময় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় কুস্তি দলের সম্মাননা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, 

বিদেশি অবরোধ ও চাপ সত্ত্বেও ইরান মাথানত করবে না। নিষেধাজ্ঞা যতই আসুক, নিজস্ব শক্তির ওপর নির্ভর করলেই যেকোনো লক্ষ্য পূরণ সম্ভব।

 

একইদিন বাগদাদে ইরানি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসেম আল-আরাজি। 

 

বৈঠকে দুই দেশের নিরাপত্তা চুক্তির আলোকে যৌথ স্থিতিশীলতা, সন্ত্রাসবাদ ও আঞ্চলিক হুমকি মোকাবিলার বিষয়ে আলোচনা হয়। এসময় ইরাক স্পষ্ট করে জানায়, প্রতিবেশী কোনো দেশের বিরুদ্ধে আক্রমণের ঘাঁটি হিসেবে ইরাকি ভূখণ্ডকে ব্যবহার করতে দেয়া হবে না।

]]>
সম্পূর্ণ পড়ুন