কোচিং থেকে ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিশু ফাতেমার

৩ সপ্তাহ আগে
চাঁপাইনবাবগঞ্জের চৌমহনী এলাকায় কোচিং থেকে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় ফাতেমা খাতুন (১০) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে পৌরসভার চৌমহনী বাঁশবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ফাতেমা ভবানীপুর রাজারামপুর এলাকার ইসমাইল হোসেনের মেয়ে।

 

প্রত্যক্ষদর্শী, নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, কোচিং শেষে হেঁটে বাসায় ফিরছিল ফাতেমা। এ সময় এরফান অটো রাইস মিলের একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

 

আরও পড়ুন: জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে প্রাণ গেল যুবকের

 

দুর্ঘটনার পর ক্ষুব্ধ লোকজন ট্রাকটি আটকে ভাঙচুর করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইসারুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল। মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

 

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। ট্রাকটি জব্দ করে হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন