সোমবার (১৪ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তারা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ থেকে ১৭ জুলাই চট্টগ্রাম গভর্নমেন্ট মুসলিম হাইস্কুল এবং ২০ থেকে ২২ জুলাই ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বইমেলা অনুষ্ঠিত হবে। এরপর চট্টগ্রাম কলেজিয়েট স্কুল এবং অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ে মেলা অনুষ্ঠিত হবে।
মেলায় অংশ নিচ্ছে অনন্যা, অনুপম, অ্যাডর্ণ, ইকরিমিকরি, কাকলী, জাগৃতি ও সময় প্রকাশন।
আরও পড়ুন: গাজায় গণহত্যার প্রতিবাদে চট্টগ্রামে ব্যতিক্রমধর্মী র্যালি
৯ বছর পূর্তিতে সংগঠনটির সভাপতি তুষার আবদুল্লাহ বলেন, ‘নতুন বাংলাদেশ গড়বে যে তারুণ্য, তাদের পাঠমনস্ক হওয়া ছাড়া বিকল্প নেই।’
বিজ্ঞপ্তিতে চট্টগ্রামের বইমেলা আয়োজনে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে।
উল্লেখ্য, ২০১৬ সাল থেকে ‘কৈশোর তারুণ্যে বই’ ট্রাস্ট দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ১০৮টি বইমেলা, বই বিষয়ক সেমিনার, পাঠক-অভিভাবক-শিক্ষক মতবিনিময় সভার আয়োজন করেছে।
]]>