শনিবার (১৭ মে) রাতে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম হলরুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখার আয়োজনে ওয়ার্ড ও ইউনিট সভাপতি সম্মেলনে এসব কথা বলেন তিনি।
মুজিবুর রহমান বলেন, বিগত দিনে কেয়ারটেকার সরকারকে দিয়েই নির্বাচন করার কথা সবাই মেনে নেয়। এমনকি ফ্যাসিস্ট সরকারও তখন মেনে নেয়। পরে গণতান্ত্রিক মাধ্যমে চলে যাওয়ার ভয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচন দেয়।
নায়েবে আমির আরও বলেন, খেলাধুলায় রেফারি যদি কোনো দলের হয়ে খেলা করান, তাহলে সেই খেলা সুষ্ঠু হয় না। তাই দলীয় নির্বাচন চলে না। এজন্য কেয়ারটেকার সরকারকে দিয়েই নির্বাচন দেয়া দরকার।
আরও পড়ুন: যুব সমাজসহ সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জামায়াত আমিরের
ওয়ার্ড ও ইউনিট সভাপতি সম্মেলনে পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি দেলোয়ার হোসেনের সঞ্চালনায় ও জেলা আমির অধ্যাপক ইকবাল হোসাইনের সভাপতিত্বে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিমসহ পঞ্চগড় জেলা শাখার ওয়ার্ড ও ইউনিট সভাপতি এবং জেলা জামায়াতে ইসলামীর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে বিকেল থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত কুরআন ও হাদিসের আলোকে ইসলামী আন্দোলন বিষয়ে আলোচনা করেন সংগঠনটির বিভিন্ন স্তরের নেতারা।
]]>