কেমন যাবে আপনার দিন, জেনে নিন রাশিফলে

৪ সপ্তাহ আগে
আজ ১৩ ডিসেম্বর, শুক্রবার। চাঁদ মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে প্রবেশ করবে। বৈদিক পঞ্জিকা অনুসারে আজ অঘ্রাণ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি, থাকবে রবি যোগ ও প্রদোষ ব্রত। আজ পালিত হবে শুক্র প্রদোষ ব্রত। শুক্রবার রাত ৭টা ৪০ মিনিট পর্যন্ত ত্রয়োদশী তিথি থাকবে। তারপর শুক্লা চতুর্দশী শুরু হবে। জ্যোতিষ গণনা অনুসারে আজকে আপনার দিনটি কেমন কাটবে জেনে নিন।

মেষ:

সারাদিন সব কাজেই দারুণ এনার্জি থাকবে মেষ রাশির জাতকদের। আপনার নেতৃত্বে আজ সব কাজ সফল ভাবে সম্পন্ন হবে। আপনার কাজে উত্‍সাহ দেখে শত্রুরা পিছু হটবে। নতুন চাকরি পেতে পারেন। পারিবারিক ব্যবসায় কাঙ্ক্ষিত সাফল্য পাবেন।


কর্কট:

সঙ্গীর সঙ্গে খুব সুন্দর সময় কাটাবে। মনে সুখ ও শান্তি বিরাজ করবে। সঙ্গীর সঙ্গে কোনও বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে। সন্ধেবেলা বাড়িতে আত্মীয় আসতে পারে। ব্যবসায় আপনার কোনও পরিকল্পনা সফল হতে পারে। অফিসের পরিস্থিতি অনুকূলে থাকবে।


কন্যা:

সুখ ও সমৃদ্ধিতে দিন কাটবে কন্যা রাশির জাতকদের। ছাত্র-ছাত্রীরা কোনও নতুন কোর্সে নিজেদের নাম লেখাবেন। আগের করা বিনিয়োগ থেকে আর্থিকভাবে লাভবান হতে পারেন। নিজের জ্ঞান ও বুদ্ধি কাজে লাগিয়ে কোনও নতুন কাজের দায়িত্ব পেতে পারেন।


মকর:

দিনটি মকর রাশির জাতকদের জন্য শুভ। আপনার পরিবারে কোনও শুভ অনুষ্ঠান হতে পারে। সংসারে সুখের পরিবেশ থাকবে। আপনার জনপ্রিয়তা অনেকটাই বাড়তে পাবে। আর্থিকভাবে লাভবান হবেন।

 

আরও পড়ুন: ১৩ ডিসেম্বর ২০২৪ / আজ কোথায় কী?


মীন:

দিনটি উত্‍সাহ ও আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকবেন মীন রাশির জাতকরা। যে কাজেই হাত দেবেন, সাফল্য লাভ পাবেন। সন্ধেবেলা পুরনো ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে দারুণ আনন্দ করে সময় কাটবে। শুক্রবারে বাবার সঙ্গে আপনার সম্পর্ক আগের থেকে ভালো হবে।


মিথুন:

বছরের শেষ পূর্ণিমা বিশেষ মাহাত্ম্যপূর্ণ হতে চলেছে মিথুন রাশির জাতকদের জন্য। এই সময় থেকে আপনার ভালো দিন শুরু হবে। মা লক্ষ্মীর আশীর্বাদে আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। ক্যারিয়ারে বড় উন্নতি করতে পারবেন। এই দিন দরিদ্রদের অর্থ ও খাদ্য দান করুন।


কর্কট:

অঘ্রাণ পূর্ণিমায় উত্তরাধিকার সূত্রে সম্পত্তি লাভ করতে পারবেন। স্বাস্থ্য ভালো থাকবে। ব্যবসায়ীদের নজরকাড়া উন্নতির যোগ আছে। আগের করা বিনিয়োগ থেকে এই সময় মোটা টাকা লাভ করতে পারেন। অফিসে পদোন্নতি ও বেতন বৃদ্ধি হতে পারে।

 

আরও পড়ুন: ১৩ ডিসেম্বর ২০২৪ / শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ


কন্যা:

বছরের শেষ পূর্ণিমা অত্যন্ত শুভ হতে চলেছে কন্যা রাশির জাতকদের জন্য। এই সময় থেকে আপনার জীবনে দুর্দান্ত কিছু পরিবর্তন আসতে চলেছে। আচমকা মোটা টাকা লাভ হতে পারে কন্যা রাশির জাতকদের। আটকে থাকা টাকা ফিরে পেতে পারেন।


ধনু:

আপনি পুরনো ঋণ থেকে মুক্তি পাবেন। আগে কাউকে টাকা ধার দিয়ে থাকলে এবার তা ফেরত পাবেন। সুখ-শান্তিতে কাটবে দিনটি।

]]>
সম্পূর্ণ পড়ুন