কেমন থাকবে আজ ও ঈদের দিনের আবহাওয়া

৪ সপ্তাহ আগে
পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপন হবে শনিবার (৭ জুন)। এদিন দেশের দুই বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসের খবর জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়াও আজ সব বিভাগে বৃষ্টি হওয়ার কথা জানিয়ে তাপমাত্রা বাড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

 আবওয়াবিদ  মো. শাহীনুল ইসলাম স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

 

আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার (৬ জুন) মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

 

এ পরিস্থিতিতে আজ দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

 

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা খুলনা, বরিশাল বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

 

এছাড়া, ঈদের দিন শনিবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

 

আরও পড়ুন: সামান্য বৃষ্টিতেই জলজট, দুর্ভোগে মাদারীপুর পৌরবাসী

 

সংস্থাটি আরও বলছে, রোববার (০৮ জুন) চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা ফের বাড়তে পারে।

সোমবার (০৯ জুন) চট্টগ্রাম ও সিলেটের বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা ফের বাড়তে পারে।

 

এদিকে তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিস বলছে, শুক্রবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা  সামান্য বাড়তে পারে । তবে  শনিবার সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

 

এছাড়া রোববার তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সোমবার সারা দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।তবে বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, তাপমাত্রা কমতে পারে। 
 

]]>
সম্পূর্ণ পড়ুন